বরিশালে কাছাকাছি স্থানে বিএনপি-আওয়ামী লীগের সমাবেশের ডাক

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ১৪

বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশস্থলের অদূরে প্রায় একই সময়ে সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আগামীকাল শনিবার বরিশাল জিলা স্কুল মাঠে দুপুর ২টার দিকে বিভাগীয় সমাবেশ হওয়ার কথা রয়েছে বিএনপির। ওই সমাবেশস্থলের আধা কিলোমিটার দূরে বেলা ৩টার দিকে ফজলুল হক অ্যাভিনিউর নগর ভবনের সামনে সমাবেশের ডাক দিয়েছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। বিএনপির সমাবেশটি পূর্বঘোষিত হলেও আওয়ামী লীগের সমাবেশ ডাকার বিষয়টি আজ সন্ধ্যা পর্যন্ত জানেন না কোতোয়ালি থানার ওসি আনোয়ার হোসেন।

দেশের বৃহত্তর দুই দলের প্রায় একই সময়ে কাছাকাছি স্থানে কর্মসূচিতে নগরে কিছুটা উৎকণ্ঠা বিরাজ করছে।
 
বরিশাল নগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গির আজ শুক্রবার সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘শনিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ৩টায় ফজলুল হক অ্যাভিনিউর নগর ভবনের সামনে সমাবেশ ডাকা হয়েছে। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ রোধে জেলা ও মহানগর আওয়ামী লীগ এই সমাবেশের আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন তিনি নিজেই।’ কাছাকাছি সময়ে পাশাপাশি স্থানে বিএনপির সমাবেশ প্রসঙ্গে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তাদের (বিএনপি) সমাবেশ তারা করবে, আমরা আমাদেরটা করব। এ নিয়ে আওয়ামী লীগের মাথাব্যথা নেই।’ 

নগর আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন ও সাইদুর রহমান রিন্টু বলেন, ‘সমাবেশের কথা তাদের জানানো হয়েছে।’ মহানগর ছাত্রলীগের আহ্বায়ক  রইজ আহমেদ মান্না আজকের পত্রিকাকে বলেন, ‘তারা সমাবেশ করবে তাদের মতো। এর সঙ্গে বিএনপির সমাবেশের কোনো সম্পর্ক নেই।’  

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এ প্রসঙ্গে আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমাবেশ ডেকেছে, দেশটাই তো তাদের। আমরা ফজলুল হক অ্যাভিনিউতে সমাবেশ করতে চেয়েছিলাম। কিন্তু প্রশাসন আমাদের রাস্তায় সমাবেশ করতে দিল না। এখন কীভাবে ফজলুল হক অ্যাভিনিউতে সমাবেশ হবে?’ তিনি আরও বলেন, ‘আমাদের বিভাগীয় সমাবেশ পূর্বনির্ধারিত। এই সমাবেশ আমরা করব। তাতে বাধাবিঘ্ন মানব না।’ 

এ ব্যাপারে বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘এটা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার মতো। এই সমাবেশ বিএনপির কাউন্টার হিসেবে দিয়েছে আওয়ামী লীগ। এতে নগরের পরিবেশ উত্তপ্ত হবে এবং মানুষের মধ্যে উৎকণ্ঠা থাকবে বলে তিনি মনে করেন।’ 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘তিনি তো আওয়ামী লীগের সমাবেশের খবর জানেন না। কখন ডাকল? কোথায় ডাকল?’ একই সময়ে বিএনপির সমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, ‘বিএনপির সমাবেশ জিলা স্কুল মাঠে। আবার আওয়ামী লীগও যদি সমাবেশ ডাকে ফজলুল হক অ্যাভিনিউতে, তাহলে বিষয়টি খোঁজ নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করতে হবে।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত

বিএনপি দখল–চাঁদাবাজিতে, আ.লীগের অনুশোচনা নেই হত্যাকাণ্ডে: টিআইবি

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

শিক্ষার্থীদের পাথরে ভেঙেছে ট্রেনের ৩৮টি কাচ, হতে পারে মামলা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত