কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
শ্বশুরবাড়ি আসার পথে বরগুনার আমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল ইসলাম নাহিদ (৪৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার কলঙ্ক এলাকায় পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ। তিনি জানান, ‘এটি পার্শ্ববর্তী আমতলী এলাকার ঘটনা। আমতলী থানা-পুলিশ আইনি ব্যবস্থা নেবে। এরপরও হাসপাতালে কলাপাড়া থানা-পুলিশ সদস্যদের পাঠানো হয়।’
নিহত নজরুল পটুয়াখালী সদরের সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীরা জানান, নজরুল গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর বাসা থেকে শ্বশুরবাড়ি ঈদের দাওয়াত খেতে নিজের মোটরসাইকেল চালিয়ে কলাপাড়া উপজেলার বানাতিবাজার এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পরে কলঙ্ক এলাকায় সড়কের ওপরে মোটরসাইকেলসহ তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল।
স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত হওয়ায় দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বড় যানবাহনের ধাক্কায় অথবা নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে পড়ে যান নজরুল।
নজরুলের শ্বশুর লালুয়ার সালাউদ্দিন খান বলেন, ‘ঈদ উপলক্ষে জামাতাকে আমার বাড়িতে আসার কথা ছিল। খাওয়া-দাওয়ার ভালো আয়োজনও করা হয়েছিল। কিন্তু কে খাবে এসব খাবার? আমার দুই নাতি রয়েছে, ওরা আজ এতিম হয়ে গেল।’
শ্বশুরবাড়ি আসার পথে বরগুনার আমতলীতে মোটরসাইকেল দুর্ঘটনায় নজরুল ইসলাম নাহিদ (৪৩) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার কলঙ্ক এলাকায় পটুয়াখালী-কলাপাড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ। তিনি জানান, ‘এটি পার্শ্ববর্তী আমতলী এলাকার ঘটনা। আমতলী থানা-পুলিশ আইনি ব্যবস্থা নেবে। এরপরও হাসপাতালে কলাপাড়া থানা-পুলিশ সদস্যদের পাঠানো হয়।’
নিহত নজরুল পটুয়াখালী সদরের সাবরেজিস্ট্রার অফিসে কর্মরত ছিলেন। তিনি পটুয়াখালী পৌর শহরের কলাতলা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীরা জানান, নজরুল গতকাল সন্ধ্যায় পটুয়াখালীর বাসা থেকে শ্বশুরবাড়ি ঈদের দাওয়াত খেতে নিজের মোটরসাইকেল চালিয়ে কলাপাড়া উপজেলার বানাতিবাজার এলাকার উদ্দেশ্যে রওনা দেন। পরে কলঙ্ক এলাকায় সড়কের ওপরে মোটরসাইকেলসহ তাঁকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এ সময় তাঁর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে জখম ছিল।
স্থানীয়রা নজরুলকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। রাত হওয়ায় দুর্ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। স্থানীয়দের ধারণা, বড় যানবাহনের ধাক্কায় অথবা নিজেই নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে পড়ে যান নজরুল।
নজরুলের শ্বশুর লালুয়ার সালাউদ্দিন খান বলেন, ‘ঈদ উপলক্ষে জামাতাকে আমার বাড়িতে আসার কথা ছিল। খাওয়া-দাওয়ার ভালো আয়োজনও করা হয়েছিল। কিন্তু কে খাবে এসব খাবার? আমার দুই নাতি রয়েছে, ওরা আজ এতিম হয়ে গেল।’
জিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
৩৩ মিনিট আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগেশীতের আমেজ বইতে শুরু করেছে উত্তরের জেলা নীলফামারীতে। মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারদিক। আজ শনিবার জেলার সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল শুক্রবারের চেয়ে ১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস কম।
১ ঘণ্টা আগেঅন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর নিয়োগ নিয়ে সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম। তিনি বলেন, দেশের কঠিন সময়ে নীরব থাকা ও নিজেকে বাঁচিয়ে চলা এমন লোক উপদেষ্টা পরিষদে স্থান পেতে পারেন না।
১ ঘণ্টা আগে