বরগুনা প্রতিনিধি
বরগুনায় ছাত্রলীগের ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ দায়ী বলে মন্তব্য করেছেন জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। আজ শনিবার বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতারা এমন মন্তব্য করেন। এ সময় তাঁরা ছাত্রলীগের বর্তমান কমিটি বাতিল করে নতুন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।
পুলিশের লাঠিপেটা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে পুলিশ কর্মকর্তার অসদাচরণের ঘটনায় শনিবার বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গত ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটা ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সঙ্গে পুলিশের উদ্ধত আচরণের নিন্দা জানানো হয়। পাশাপাশি জেলা ছাত্রলীগের সদ্যঘোষিত কমিটি বাতিল করে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে কাউন্সিল অধিবেশনের মধ্য নতুন কমিটি গঠনের দাবি জানান।
এ সময় বক্তব্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুর রশীদ বলেন, ১৫ আগস্ট ছাত্রলীগের সঙ্গে যে ঘটনা ঘটেছে এ ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিসহ কেন্দ্রীয় নেতারা দায়ী। এ ঘটনার জন্য বরগুনার কেউ দায়ী নয়। এই ছেলেদেরকে যারা কমিটিতে পদ নেওয়ার নেপথ্যে সহায়তা করেছে তাঁরা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা দায়ী। বর্তমান কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রশীদ, গোলাম মোস্তফা কিসলু, আলমগীর হোসেন, মকবুল হোসেন, যুবায়ের আদনান অনিকসহ বেশ কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বর্তমান কমিটির সহসভাপতি সবুজ মোল্লা, সাইফুল ইসলাম সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বরগুনায় ছাত্রলীগের ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ দায়ী বলে মন্তব্য করেছেন জেলা ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। আজ শনিবার বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সাবেক ছাত্রলীগ নেতারা এমন মন্তব্য করেন। এ সময় তাঁরা ছাত্রলীগের বর্তমান কমিটি বাতিল করে নতুন করে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।
পুলিশের লাঠিপেটা ও সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর সঙ্গে পুলিশ কর্মকর্তার অসদাচরণের ঘটনায় শনিবার বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন জেলা ছাত্রলীগের সাবেক নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে গত ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটা ও সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সঙ্গে পুলিশের উদ্ধত আচরণের নিন্দা জানানো হয়। পাশাপাশি জেলা ছাত্রলীগের সদ্যঘোষিত কমিটি বাতিল করে গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় জেলা আওয়ামী লীগের পরামর্শক্রমে কাউন্সিল অধিবেশনের মধ্য নতুন কমিটি গঠনের দাবি জানান।
এ সময় বক্তব্যে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার আবদুর রশীদ বলেন, ১৫ আগস্ট ছাত্রলীগের সঙ্গে যে ঘটনা ঘটেছে এ ঘটনার জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতিসহ কেন্দ্রীয় নেতারা দায়ী। এ ঘটনার জন্য বরগুনার কেউ দায়ী নয়। এই ছেলেদেরকে যারা কমিটিতে পদ নেওয়ার নেপথ্যে সহায়তা করেছে তাঁরা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা দায়ী। বর্তমান কমিটি বাতিল করে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ সম্মেলনে বরগুনা জেলা ছাত্রলীগের সাবেক নেতা আবদুর রশীদ, গোলাম মোস্তফা কিসলু, আলমগীর হোসেন, মকবুল হোসেন, যুবায়ের আদনান অনিকসহ বেশ কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতা উপস্থিত ছিলেন। এ ছাড়াও বর্তমান কমিটির সহসভাপতি সবুজ মোল্লা, সাইফুল ইসলাম সাগরসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গত মাসে দুই জাহাজে আগুনের পেছনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তবে জাহাজ দুটির ক্রুদের অদক্ষতা, অবহেলা ও যথাযথ প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করেছে তদন্ত কমিটি।
২৫ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের র্যাগিংয়ের সময় হাতেনাতে ধরে লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থীরা।
৩৪ মিনিট আগেদখল করা জায়গায় ভবন নির্মাণ করেছে রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ। এখন ওই ভবন জেলা ও মহানগর বিএনপির কার্যালয় করতে ‘ভাড়া’ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওই ভবনে বিএনপির পক্ষ থেকে সাইনবোর্ডও টাঙানো হয়েছে। এখন পুরোদমে শুরু হয়েছে সাজসজ্জার কাজ।
৩৯ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তাদের পূর্বতন চাকরিকাল গণনাসংক্রান্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. কলিমুল্লাহর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
৪২ মিনিট আগে