নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (খালেকুজ্জামান) কেন্দ্রীয় নেতারা বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিপরীতে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে। দেশে চলমান অর্থনৈতিক সংকট ও নির্বাচকে ঘিরে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এ পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের রূপরেখা তৈরির দাবি জানান তারা।
আজ শনিবার বরিশাল জেলা বাসদের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা এ দাবি জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে জেলা বাসদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডা. মনিষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন বাসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। উদ্বোধন ঘোষণা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাসদের কেন্দ্রীয় নেতারা বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সরকার নির্বাচন উৎসব নিয়ে ব্যস্ত। অপরদিকে জনগণ দেশের ভবিষ্যৎ নিয়ে ভীত সভ্রন্ত। ন্যূনতম মজুরি চাওয়া শ্রমিকদের বুকে গুলি চালিয়ে সরকার তার গণবিরোধী চরিত্র প্রকাশ করেছে। বক্তারা এ অঞ্চলে শিল্প উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবি জানিয়েছেন।
ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে ও বিজন সিকদারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দুলাল মল্লিক প্রমুখ।
বরিশালে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের (খালেকুজ্জামান) কেন্দ্রীয় নেতারা বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আকাঙ্খার বিপরীতে দাঁড়িয়ে দেশ পরিচালনা করছে। দেশে চলমান অর্থনৈতিক সংকট ও নির্বাচকে ঘিরে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে তাতে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠবে। এ পরিস্থিতি মোকাবিলায় অবিলম্বে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন আয়োজনের রূপরেখা তৈরির দাবি জানান তারা।
আজ শনিবার বরিশাল জেলা বাসদের সম্মেলনে কেন্দ্রীয় নেতারা এ দাবি জানিয়ে দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন এবং ভোটারদের ভোট কেন্দ্রে না যাওয়ার আহ্বান জানান।
নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে জেলা বাসদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ডা. মনিষা চক্রবর্তীকে সমন্বয়ক করে ৯ সদস্যের কমিটি ঘোষণা দেওয়া হয়েছে।
সম্মেলন উদ্বোধন করেন বাসদের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। উদ্বোধন ঘোষণা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বাসদের কেন্দ্রীয় নেতারা বলেন, একতরফা নির্বাচনের তফসিল ঘোষণা করে দেশে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছে। সরকার নির্বাচন উৎসব নিয়ে ব্যস্ত। অপরদিকে জনগণ দেশের ভবিষ্যৎ নিয়ে ভীত সভ্রন্ত। ন্যূনতম মজুরি চাওয়া শ্রমিকদের বুকে গুলি চালিয়ে সরকার তার গণবিরোধী চরিত্র প্রকাশ করেছে। বক্তারা এ অঞ্চলে শিল্প উন্নয়নে অগ্রাধিকার ভিত্তিতে ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলে সরবরাহের দাবি জানিয়েছেন।
ডা. মনীষা চক্রবর্তীর সভাপতিত্বে ও বিজন সিকদারের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সদস্য জনার্দ্দন দত্ত নান্টু, সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক দুলাল মল্লিক প্রমুখ।
আরামদায়ক ও যানজটমুক্ত ভ্রমণের জন্য এখনো অনেকের কাছে পছন্দ ঢাকা-চাঁদপুর নৌপথ। তবে চাঁদপুর টার্মিনালে যাত্রীদের জন্য নেই তেমন সুযোগ-সুবিধা। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে চাঁদপুর আধুনিক নৌবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল।
৩০ মিনিট আগেশরীয়তপুরের জাজিরায় পদ্মা সেতু রক্ষা বাঁধের ১০০ মিটার ধসে পদ্মায় বিলীন হয়েছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে পদ্মা সেতু কনস্ট্রাকশন ইয়ার্ডসহ আশপাশের বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা।
৩৪ মিনিট আগেনারায়ণগঞ্জ সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের টিস্যু কারখানায় আগুন লেগেছে। আজ সোমবার ভোরে এ আগুন লাগে। নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট কাজ করছে।
২ ঘণ্টা আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই পক্ষে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। রোববার (১৭ নভেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে
৯ ঘণ্টা আগে