লালমোহন (ভোলা) প্রতিনিধি
তিন বছর আগে দিনাজপুরে ঘুরতে গিয়ে বরই চাষ দেখে আকৃষ্ট হন মো. হোসেন। এরপর ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের নিজ গ্রাম পূর্ব চরউমেদ এলাকায় ফিরেই শুরু করেন বরই চাষ।
২০২০ সালে একশ শতাংশ জমিতে বরইয়ের বাগান করেন। বাগান করার এক বছরেই ফল আসে। হোসেনের বাগানে রয়েছে, বল সুন্দরী ও আপেল কুল জাতের বরই। যা বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা কেজি দরে।
বরই চাষি মো. হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমবার বাগান করতে এক লাখ টাকা খরচ বাবদ বরই বিক্রি করে দুই লাখ টাকা লাভবান হই। এরপর পুরোদমে বাগানের কাজ শুরু করি। এ বছরও বরইয়ের বাম্পার ফলন হয়েছে। আশা করছি, এ বছর দেড় লাখ টাকা খরচ বাদে তিন লাখ টাকার বরই বিক্রি হবে।’
স্থানীয় যুবক আওলাদ বলেন, ‘হোসেনের বরই বিষমুক্ত। হোসেনের মতো এলাকার অন্যরাও আগ্রহী হলে সমাজ থেকে বিষাক্ত ফল কমানো সম্ভব হবে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসান বলেন, কৃষি অফিস থেকে বরই চাষি হোসেনকে প্রয়োজনীয় পরামর্শ ও সামগ্রী দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলায় আরও কেউ আগ্রহী হলে উপজেলা কৃষি অফিস সব সময় তাঁদের পাশে থাকবে।
তিন বছর আগে দিনাজপুরে ঘুরতে গিয়ে বরই চাষ দেখে আকৃষ্ট হন মো. হোসেন। এরপর ভোলার লালমোহনের রমাগঞ্জ ইউনিয়নের নিজ গ্রাম পূর্ব চরউমেদ এলাকায় ফিরেই শুরু করেন বরই চাষ।
২০২০ সালে একশ শতাংশ জমিতে বরইয়ের বাগান করেন। বাগান করার এক বছরেই ফল আসে। হোসেনের বাগানে রয়েছে, বল সুন্দরী ও আপেল কুল জাতের বরই। যা বিক্রি হচ্ছে ১৩০-১৫০ টাকা কেজি দরে।
বরই চাষি মো. হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘প্রথমবার বাগান করতে এক লাখ টাকা খরচ বাবদ বরই বিক্রি করে দুই লাখ টাকা লাভবান হই। এরপর পুরোদমে বাগানের কাজ শুরু করি। এ বছরও বরইয়ের বাম্পার ফলন হয়েছে। আশা করছি, এ বছর দেড় লাখ টাকা খরচ বাদে তিন লাখ টাকার বরই বিক্রি হবে।’
স্থানীয় যুবক আওলাদ বলেন, ‘হোসেনের বরই বিষমুক্ত। হোসেনের মতো এলাকার অন্যরাও আগ্রহী হলে সমাজ থেকে বিষাক্ত ফল কমানো সম্ভব হবে।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. মেহেদি হাসান বলেন, কৃষি অফিস থেকে বরই চাষি হোসেনকে প্রয়োজনীয় পরামর্শ ও সামগ্রী দেওয়া হয়েছে। এ ছাড়া উপজেলায় আরও কেউ আগ্রহী হলে উপজেলা কৃষি অফিস সব সময় তাঁদের পাশে থাকবে।
যশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
১৪ মিনিট আগেমাদারীপুরের কালকিনিতে বোমা হামলায় আহত মো. সুজন সরদার (৩২) নামের বিএনপির এক কর্মী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে মারা যান সুজন। তিনি কালকিনি উপজেলার শিকারমঙ্গল গ্রামের বাসিন্দা
২ ঘণ্টা আগেপটুয়াখালী শহরের পিটিআই এলাকার একটি বাসায় স্ত্রী ও শিশুকে নির্যাতন এবং বাসার গ্যাস, পানি, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। অভিযুক্ত আইনজীবী দুলাল চন্দ্র দেবনাথ, পটুয়াখালী আইনজীবী সমিতির সদস্য এবং দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এজিপি)।
২ ঘণ্টা আগেচার বছর ধরে প্রকল্প নেওয়া হলেও পরিবহনমালিকদের রাজনৈতিক প্রভাব ও অবৈধ বাসের দৌরাত্ম্যে আজ পর্যন্ত সফলতা আসেনি বাস রুট রেশনালাইজেশনের। ২০১৬ সালে প্রথম চিন্তা করা হয় ঢাকার বাসগুলোকে একটি নির্দিষ্ট কোম্পানির আওতায় আনার। ২০১৮ সালে কমিটি করা হয়, আর ২০২১ সালে চালু হয় ঢাকা নগর পরিবহন। গত ৫ আগস্ট আওয়ামী লীগ
২ ঘণ্টা আগে