মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
জরাজীর্ণ ভবন, বিভিন্ন সংযোগে ফাটলসহ পলেস্তারা উঠে গেছে। ভবনের বিমে ফাটল দেখা দেওয়ায় বিভিন্ন স্থানে রড বেরিয়ে গেছে। এরই মধ্যে চলছে ক্লাস। ক্লাস চলাকালীন পলেস্তারা পড়ে দুর্ঘটনার শঙ্কায় কাঠ-বাঁশ দিয়ে ভবনের বিম ঠেকিয়ে রেখেছে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানালেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৭৮ নম্বর তুষখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের ৪ কক্ষবিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হয় ১৯৯৫ সালে। এ বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৮ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছেন। যে কোনো সময় ওই ভবনটি ভেঙে পড়ার শঙ্কায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা।
তুষখালি গ্রামের বাসিন্দা সুলতান বেগ বলেন, ‘আমার মেয়ে এই স্কুলে শিশু শ্রেণিতে ও ছেলে ৫ম শ্রেণিতে পড়ে। এই স্কুলের অবস্থা খুব খারাপ। যে কোনো সময় স্কুল ধসে পরতে পারে। এ অবস্থায় আমার ছেলে-মেয়েকে স্কুলে পাঠানো অসম্ভব।’
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়শা বেগম বলেন, ‘বিদ্যালয় ভবনের ছাদ, পিলার ও বিম ফেটে গেছে। জীবনের ঝুঁকি নিয়েই শিশু শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। ক্লাস চলাকালে অনেক সময় পলেস্তারা খসে যায়। শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী হতে পারে না। আতঙ্কের মধ্যে ক্লাস চলে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির বলেন, ‘আমাদের বিদ্যালয়ের পাঁচটি শ্রেণিকক্ষের মধ্যে মাত্র একটি ভালো আছে। বাকিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। নতুন ভবনের জন্য আমি কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে এখন পর্যন্ত কিছুই হয়নি। এদিকে আমাদের শ্রেণিকক্ষের সংখ্যায়ও সংকট রয়েছে।’
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘৭৮ নম্বর তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবন রয়েছে। একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে আপাতত ক্লাস বন্ধ। বাকি ভবনটিতে দুটি ক্লাস রুম আছে। বর্তমানে আমরা ক্লাস চালিয়ে নিতে পারছি কিন্তু যখন পাঁচটি ক্লাস একসঙ্গে চালু করা হবে তখন শ্রেণিকক্ষ সংকুলান হবে না। এরই মধ্যে এলজিইডিকে এই বিদ্যালয়ের নতুন ভবনের জন্য বলেছি আশা করি দ্রুত নতুন ভবন নির্মাণ করা হবে।’
সদর প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, ‘এ বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে। এর মধ্যে একটি ভবনে তিনটি শ্রেণিকক্ষ রয়েছে আরেকটি ভবনে চারটি শ্রেণিকক্ষ রয়েছে। এই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর পাশে একটি জরাজীর্ণ টিনশেড ভবন রয়েছে যা সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তালিকা প্রেরণ করা হয়েছে। এটি পাশ হলে দ্রুত কাজ শুরু করা হবে।’
জরাজীর্ণ ভবন, বিভিন্ন সংযোগে ফাটলসহ পলেস্তারা উঠে গেছে। ভবনের বিমে ফাটল দেখা দেওয়ায় বিভিন্ন স্থানে রড বেরিয়ে গেছে। এরই মধ্যে চলছে ক্লাস। ক্লাস চলাকালীন পলেস্তারা পড়ে দুর্ঘটনার শঙ্কায় কাঠ-বাঁশ দিয়ে ভবনের বিম ঠেকিয়ে রেখেছে স্কুল কর্তৃপক্ষ। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরকে বারবার জানালেও কোন পদক্ষেপ নেওয়া হচ্ছে না।
পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৭৮ নম্বর তুষখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ১৯৪৬ সালে প্রতিষ্ঠিত এই স্কুলের ৪ কক্ষবিশিষ্ট এই ভবনটি নির্মাণ করা হয় ১৯৯৫ সালে। এ বিদ্যালয়ে শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১০৮ শিক্ষার্থী ও ৫ জন শিক্ষক রয়েছেন। যে কোনো সময় ওই ভবনটি ভেঙে পড়ার শঙ্কায় শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকেরা।
তুষখালি গ্রামের বাসিন্দা সুলতান বেগ বলেন, ‘আমার মেয়ে এই স্কুলে শিশু শ্রেণিতে ও ছেলে ৫ম শ্রেণিতে পড়ে। এই স্কুলের অবস্থা খুব খারাপ। যে কোনো সময় স্কুল ধসে পরতে পারে। এ অবস্থায় আমার ছেলে-মেয়েকে স্কুলে পাঠানো অসম্ভব।’
ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক আয়শা বেগম বলেন, ‘বিদ্যালয় ভবনের ছাদ, পিলার ও বিম ফেটে গেছে। জীবনের ঝুঁকি নিয়েই শিশু শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে। ক্লাস চলাকালে অনেক সময় পলেস্তারা খসে যায়। শিক্ষার্থীরা ক্লাসে মনোযোগী হতে পারে না। আতঙ্কের মধ্যে ক্লাস চলে।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবির বলেন, ‘আমাদের বিদ্যালয়ের পাঁচটি শ্রেণিকক্ষের মধ্যে মাত্র একটি ভালো আছে। বাকিগুলো ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, যেকোনো সময় মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। নতুন ভবনের জন্য আমি কর্তৃপক্ষকে অবহিত করেছি। তবে এখন পর্যন্ত কিছুই হয়নি। এদিকে আমাদের শ্রেণিকক্ষের সংখ্যায়ও সংকট রয়েছে।’
এ প্রসঙ্গে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘৭৮ নম্বর তুষখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবন রয়েছে। একটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে বলে আপাতত ক্লাস বন্ধ। বাকি ভবনটিতে দুটি ক্লাস রুম আছে। বর্তমানে আমরা ক্লাস চালিয়ে নিতে পারছি কিন্তু যখন পাঁচটি ক্লাস একসঙ্গে চালু করা হবে তখন শ্রেণিকক্ষ সংকুলান হবে না। এরই মধ্যে এলজিইডিকে এই বিদ্যালয়ের নতুন ভবনের জন্য বলেছি আশা করি দ্রুত নতুন ভবন নির্মাণ করা হবে।’
সদর প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস বলেন, ‘এ বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে। এর মধ্যে একটি ভবনে তিনটি শ্রেণিকক্ষ রয়েছে আরেকটি ভবনে চারটি শ্রেণিকক্ষ রয়েছে। এই ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এর পাশে একটি জরাজীর্ণ টিনশেড ভবন রয়েছে যা সংস্কারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তালিকা প্রেরণ করা হয়েছে। এটি পাশ হলে দ্রুত কাজ শুরু করা হবে।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৬ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৬ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৭ ঘণ্টা আগে