নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে নৌকার প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় ইসি দপ্তরে তাঁকে সশরীরে হাজির হয়ে শোকজের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে আজ শনিবার আমুকে শোকজ নোটিশ দেওয়া হয়। আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।
শোকজপত্রে উল্লেখ করা হয়েছে, গতকাল শুক্রবার ছিল ঝালকাঠি জেলা পাক হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে গতকাল সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এবং বিকেলে ঝালকাঠি পৌর শহরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি। দুটি কর্মসূচিতে আমু বক্তব্যে নৌকায় ভোট চেয়েছেন।
শোকজপত্রে আরও উল্লেখ করা হয়, ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা উল্লিখিত দুটি কর্মসূচিতে আমুকে অংশগ্রহণে নিষেধ করে জানিয়েছিলেন, আমুর অংশগ্রহণে জনসমাগম বৃদ্ধি পেয়ে আলোচনা সভা জনসভায় পরিণত হবে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার বারণ শোনেননি এমপি আমু।
এ অবস্থায় ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে প্রচারণার নিষেধাজ্ঞা অমান্য করায় প্রার্থিতা কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে আমুকে শোকজ নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ‘আমির হোসেন আমুকে ইসির শোকজ করার বিষয়টি শুনেছেন।’ তবে এ-সংক্রান্ত দাপ্তরিক চিঠি আজ বিকেল পর্যন্ত তিনি পাননি।
নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে নৌকার প্রার্থী বর্ষীয়ান রাজনীতিবিদ আমির হোসেন আমুকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৫ ডিসেম্বর বেলা সাড়ে ৩টায় ইসি দপ্তরে তাঁকে সশরীরে হাজির হয়ে শোকজের ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত পত্রে আজ শনিবার আমুকে শোকজ নোটিশ দেওয়া হয়। আমির হোসেন আমু আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য, ১৪ দলের কেন্দ্রীয় সমন্বয়ক এবং শিল্প মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি।
শোকজপত্রে উল্লেখ করা হয়েছে, গতকাল শুক্রবার ছিল ঝালকাঠি জেলা পাক হানাদার মুক্ত দিবস। এ উপলক্ষে গতকাল সকালে নলছিটি উপজেলা পরিষদ মিলনায়তনে এবং বিকেলে ঝালকাঠি পৌর শহরে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আমির হোসেন আমু এমপি। দুটি কর্মসূচিতে আমু বক্তব্যে নৌকায় ভোট চেয়েছেন।
শোকজপত্রে আরও উল্লেখ করা হয়, ঝালকাঠি জেলা রিটার্নিং কর্মকর্তা উল্লিখিত দুটি কর্মসূচিতে আমুকে অংশগ্রহণে নিষেধ করে জানিয়েছিলেন, আমুর অংশগ্রহণে জনসমাগম বৃদ্ধি পেয়ে আলোচনা সভা জনসভায় পরিণত হবে। কিন্তু রিটার্নিং কর্মকর্তার বারণ শোনেননি এমপি আমু।
এ অবস্থায় ভোট গ্রহণের তিন সপ্তাহ আগে প্রচারণার নিষেধাজ্ঞা অমান্য করায় প্রার্থিতা কেন বাতিল করা হবে না—তা জানতে চেয়ে আমুকে শোকজ নোটিশ দেওয়া হয়।
এ বিষয়ে ঝালকাঠির রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম বলেন, ‘আমির হোসেন আমুকে ইসির শোকজ করার বিষয়টি শুনেছেন।’ তবে এ-সংক্রান্ত দাপ্তরিক চিঠি আজ বিকেল পর্যন্ত তিনি পাননি।
কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা এলাকায় চলন্ত পিকআপভ্যানে মরিচের গুঁড়া ছিটিয়ে পাঁচটি গরু ডাকাতি করার ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে কুষ্টিয়া–ঝিনাইদহ মহাসড়কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে। ডাকাতদের আঘাতে বাবা–ছেলেসহ তিনজন আহত হয়েছেন। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা
১৫ মিনিট আগেদেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স-অ্যাটকোর সাধারণ সম্পাদক আরিফ হাসানকে বিমানবন্দর থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ২ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা রিমান্
১৮ মিনিট আগেযশোরের মনিরামপুরে পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মারুফ হোসেন (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। আজ রোববার সকালে যশোর-চুকনগর সড়কের বিজয়রামপুর খইতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় তাঁর মামি ফারজানা ইয়াসমিন রিমি (১৯) আহত হয়েছেন।
২৭ মিনিট আগেসবুজ পাহাড়ে শীত পড়তে শুরু করেছে। আবহাওয়ার পরিবর্তনের প্রভাব পড়েছে খাগড়াছড়ির জনজীবনে। বেড়েছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। আক্রান্ত বেশির ভাগই শিশু। গত এক সপ্তাহে ঠান্ডাজনিত রোগে মৃত্যু হয়েছে চার শিশুর।
২৯ মিনিট আগে