পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে লাঙ্গলের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের ওপর হামলা এবং তাঁর কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে রুহুল আমিন হাওলাদারের গানম্যান সোহেলসহ তিনজন আহত এবং সোহেলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অ্যাড. আফজাল হোসেনের নিজ এলাকা সদর উপজেলার ইউনিয়নের পচা বুনিয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিকে ওই সময় জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের লাঙ্গল ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. নাসির উদ্দিন তালুকদারের ডাব প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে চেয়ার ছুড়ে মারা এবং চেয়ার ভাঙচুর করারও ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত গানম্যান সোহেল জানান, তাঁর প্রার্থী রুহুল আমিন হাওলাদার গাড়ি নিয়ে ওই ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ডাব প্রতীকের সমর্থক আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে অতর্কিতভাবে তাঁদের গাড়ির ওপর হামলা করতে তেড়ে আসেন। এ সময় তিনিসহ অন্য কর্মী-সমর্থকেরা গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেলে তাঁদের ওপর হামলা চালায় ডাবের সমর্থকেরা। এতে তিনিসহ অন্তত পাঁচজন আহত হন।
এ ব্যাপারে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছিল। কিন্তু আওয়ামী লীগ নেতা কামাল হোসেন আমার এবং কর্মীদের ওপর হামলা চালিয়ে গোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে কামাল হোসেন এ কাজটি করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এদিকে কামাল হোসেন বলেন, ‘বরং রুহুল আমিন হাওলাদার তাঁর লোকজন নিয়ে এসে আমাদের এখানে ডাবের ক্যাম্প ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। আমি বরং ডাবের লোকজনকে থামানোর চেষ্টা করেছি। তা না হলে আরও বড় ধরনের ঘটনা ঘটত। আসলে হাওলাদার সাহেব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসে শান্ত পরিবেশটাকে অশান্ত করেছেন নিজেই।’
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। খবর শুনে তাৎক্ষণিকভাবে মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে যান তিনি। বর্তমানে সেখানের পরিবেশ শান্ত রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী-১ (সদর-মির্জাগঞ্জ-দুমকী) আসনে লাঙ্গলের প্রার্থী এ বি এম রুহুল আমিন হাওলাদারের ওপর হামলা এবং তাঁর কর্মী-সমর্থকদের মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে রুহুল আমিন হাওলাদারের গানম্যান সোহেলসহ তিনজন আহত এবং সোহেলকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ রোববার বিকেলে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য অ্যাড. আফজাল হোসেনের নিজ এলাকা সদর উপজেলার ইউনিয়নের পচা বুনিয়া ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিকে ওই সময় জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের লাঙ্গল ও বাংলাদেশ কংগ্রেস প্রার্থী মো. নাসির উদ্দিন তালুকদারের ডাব প্রতীকের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। উভয় পক্ষের মধ্যে চেয়ার ছুড়ে মারা এবং চেয়ার ভাঙচুর করারও ঘটনা ঘটে। এ ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
আহত গানম্যান সোহেল জানান, তাঁর প্রার্থী রুহুল আমিন হাওলাদার গাড়ি নিয়ে ওই ভোটকেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এ সময় কিছু বুঝে ওঠার আগেই ডাব প্রতীকের সমর্থক আওয়ামী লীগ নেতা কামাল হোসেনের নেতৃত্বে অতর্কিতভাবে তাঁদের গাড়ির ওপর হামলা করতে তেড়ে আসেন। এ সময় তিনিসহ অন্য কর্মী-সমর্থকেরা গাড়ি থেকে নেমে সামনের দিকে এগিয়ে গেলে তাঁদের ওপর হামলা চালায় ডাবের সমর্থকেরা। এতে তিনিসহ অন্তত পাঁচজন আহত হন।
এ ব্যাপারে রুহুল আমিন হাওলাদার বলেন, ‘শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন চলছিল। কিন্তু আওয়ামী লীগ নেতা কামাল হোসেন আমার এবং কর্মীদের ওপর হামলা চালিয়ে গোটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছেন।’ তিনি বলেন, ‘বিএনপি-জামায়াতের অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে কামাল হোসেন এ কাজটি করেছে। আমি এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।’
এদিকে কামাল হোসেন বলেন, ‘বরং রুহুল আমিন হাওলাদার তাঁর লোকজন নিয়ে এসে আমাদের এখানে ডাবের ক্যাম্প ও চেয়ার-টেবিল ভাঙচুর করেছেন। আমি বরং ডাবের লোকজনকে থামানোর চেষ্টা করেছি। তা না হলে আরও বড় ধরনের ঘটনা ঘটত। আসলে হাওলাদার সাহেব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসে শান্ত পরিবেশটাকে অশান্ত করেছেন নিজেই।’
এ ব্যাপারে পটুয়াখালী সদর থানার ওসি মো. জসিম জানান, বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি। খবর শুনে তাৎক্ষণিকভাবে মোবাইল টিম নিয়ে ঘটনাস্থলে যান তিনি। বর্তমানে সেখানের পরিবেশ শান্ত রয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
২২ মিনিট আগেনেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়াকে (৫০) ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন স্বদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩১ মিনিট আগেচাঁদপুরে কিশোর গ্যাংয়ের আরও ১১ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। আজ শনিবার শহরের বাবুরহাট কলেজ মাঠ, স্বর্ণখোলা রোড ও বড় স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১ ঘণ্টা আগেবরিশালের গৌরনদী পৌর বিএনপি সাবেক নেতাকে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে জেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় আজ শনিবার গৌরনদী মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে...
১ ঘণ্টা আগে