বাগেরহাট ও পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় মাসোহারার টাকা না দেওয়ায় এক জেলেকে গুলি করার অভিযোগ উঠেছে বন বিভাগের টহল দল ‘স্মার্ট বাহিনী’র বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সুন্দরবনের বলেশ্বর নদসংলগ্ন কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জেলে জয়নাল মাঝির (৩০) বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে। তাঁকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়।
আহত জয়নাল আজকের পত্রিকাকে জানান, বলেশ্বর নদসংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় মাছ ধরতে মাসোহারা দিতে হয় বন বিভাগের স্মার্ট বাহিনীকে। চলতি মাসের টাকা না দেওয়ায় স্মার্ট বাহিনীর দল তাঁদের ধাওয়া করে। এ সময় তাঁরা দ্রুত ট্রলারটি চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনী এলোপাতাড়ি গুলি করলে তাঁর ডান হাতে গুলি লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।
নাম প্রকাশ না করার শর্তে বরগুনার পাথরঘাটা এলাকার এক মৎস্য ব্যবসায়ী বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তি ছাড়াও ওই ট্রলারের বাকিরা আহত হন। তারা শিকারি নন, জেলে। সবাই মাছ ধরতে সুন্দরবনে গিয়েছিলেন। বন বিভাগকে হাত করে (ম্যানেজ) না যাওয়ায় ওই ঘটনা ঘটে।’
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবাইয়াত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আমাদের এখানে গুলিতে আহত এক রোগী আসেন। জলদস্যুরা আক্রমণ করেছে বলে তিনি আমাদের জানান। আহত ব্যক্তির ডান হাতের কনুইয়ের ওপর (বাহুতে) গুলি লেগে বেরিয়ে গেছে। ক্ষতস্থানের ভেতরে গুলি পাওয়া যায়নি। হাতের ক্ষত বেশ গুরুতর। পরে তাঁকে বরিশালে পাঠানো হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবন এলাকায় মাছ ধরতে হলে স্মার্ট বাহিনীকে টাকা দিতে হয়। টাকা না দিলে জেলেদের ট্রলার আটকে রেখে নির্যাতন করে। বিষয়টি আমি জেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি।’
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার একটি খালে টহলকালে একটি ট্রলার দেখতে পায় স্মার্ট টহল দল। ট্রলারটিতে পাঁচ-সাতজন ছিল। ট্রলারটিকে থামাতে নির্দেশ দিলে তারা পানিতে কিছু ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বনরক্ষীরা তাদের থামাতে ফাঁকা গুলি ছোড়ে।
শেখ মাহবুব হাসান আরও বলেন, ঘটনাস্থল থেকে নিষিদ্ধ জাল এবং বনে তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ার সময় ট্রলার থেকে হরিণের মাংস পানিতে ফেলে দেয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বরগুনার পাথরঘাটায় মাসোহারার টাকা না দেওয়ায় এক জেলেকে গুলি করার অভিযোগ উঠেছে বন বিভাগের টহল দল ‘স্মার্ট বাহিনী’র বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সুন্দরবনের বলেশ্বর নদসংলগ্ন কচিখালী-কটকা এলাকায় এ ঘটনা ঘটে।
আহত জেলে জয়নাল মাঝির (৩০) বাড়ি বরগুনার পাথরঘাটা উপজেলার সদর পাথরঘাটা ইউনিয়নের রুহিতা গ্রামে। তাঁকে প্রথমে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) স্থানান্তর করা হয়।
আহত জয়নাল আজকের পত্রিকাকে জানান, বলেশ্বর নদসংলগ্ন সুন্দরবনের কচিখালী-কটকা এলাকায় মাছ ধরতে মাসোহারা দিতে হয় বন বিভাগের স্মার্ট বাহিনীকে। চলতি মাসের টাকা না দেওয়ায় স্মার্ট বাহিনীর দল তাঁদের ধাওয়া করে। এ সময় তাঁরা দ্রুত ট্রলারটি চালিয়ে যাওয়ার সময় স্মার্ট বাহিনী এলোপাতাড়ি গুলি করলে তাঁর ডান হাতে গুলি লাগে। এতে প্রচুর রক্তক্ষরণ হয়।
নাম প্রকাশ না করার শর্তে বরগুনার পাথরঘাটা এলাকার এক মৎস্য ব্যবসায়ী বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তি ছাড়াও ওই ট্রলারের বাকিরা আহত হন। তারা শিকারি নন, জেলে। সবাই মাছ ধরতে সুন্দরবনে গিয়েছিলেন। বন বিভাগকে হাত করে (ম্যানেজ) না যাওয়ায় ওই ঘটনা ঘটে।’
পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রুবাইয়াত আলী আজকের পত্রিকাকে বলেন, ‘সকালে আমাদের এখানে গুলিতে আহত এক রোগী আসেন। জলদস্যুরা আক্রমণ করেছে বলে তিনি আমাদের জানান। আহত ব্যক্তির ডান হাতের কনুইয়ের ওপর (বাহুতে) গুলি লেগে বেরিয়ে গেছে। ক্ষতস্থানের ভেতরে গুলি পাওয়া যায়নি। হাতের ক্ষত বেশ গুরুতর। পরে তাঁকে বরিশালে পাঠানো হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সুন্দরবন এলাকায় মাছ ধরতে হলে স্মার্ট বাহিনীকে টাকা দিতে হয়। টাকা না দিলে জেলেদের ট্রলার আটকে রেখে নির্যাতন করে। বিষয়টি আমি জেলা আইনশৃঙ্খলা সভায় উপস্থাপন করেছি।’
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শেখ মাহবুব হাসান আজকের পত্রিকাকে বলেন, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কচিখালী অভয়ারণ্য এলাকার একটি খালে টহলকালে একটি ট্রলার দেখতে পায় স্মার্ট টহল দল। ট্রলারটিতে পাঁচ-সাতজন ছিল। ট্রলারটিকে থামাতে নির্দেশ দিলে তারা পানিতে কিছু ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বনরক্ষীরা তাদের থামাতে ফাঁকা গুলি ছোড়ে।
শেখ মাহবুব হাসান আরও বলেন, ঘটনাস্থল থেকে নিষিদ্ধ জাল এবং বনে তল্লাশি করে হরিণ শিকারের ফাঁদ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ট্রলারে থাকা লোকজন পালিয়ে যাওয়ার সময় ট্রলার থেকে হরিণের মাংস পানিতে ফেলে দেয়। এ ঘটনায় বন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাবেক সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছেলে রাকিবুজ্জামান আহমেদের রেলের জমিতে অবৈধভাবে গড়ে তোলা ব্যক্তিগত পার্ক গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সোমবার (১৮ নভেম্বর) রেলওয়ের বিভাগীয় সহকারী ভূসম্পত্তি কর্মকর্তা (ডিইও) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ টিম পার্কটি গুঁড়িয়ে দেয়
৬ ঘণ্টা আগেফরিদপুরে তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক বলে অভিযোগ উঠেছে। এ সময় তাঁদেরকে প্রায় দুই ঘণ্টা জিম্মি করে রাখা হয়। পরে সাংবাদিক নেতাদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতায় জিম্মিদশা থেকে তাঁদের উদ্ধার করা হয়েছে। আজ সোমবার বিকেলে জেলার মধুখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মহিষাপুর এলাকায় এ ঘটনা
৭ ঘণ্টা আগেবিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সংস্কারের জন্য তিন মাসের বেশি সময় দরকার হওয়ার কথা না। জনগণ দ্রুত নির্বাচন চায়। তাই আগামী মার্চ-এপ্রিল মাসে নির্বাচন দিতে হবে।
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
৮ ঘণ্টা আগে