পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের মঠবাড়িয়ায় কাঠমিস্ত্রি স্বামীর হাতুড়ি পেটায় আয়শা বেগম(৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ মঙ্গলবার সকালে পুলিশ হাসপাতাল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী কাঠমিস্ত্রি মামুন খানকে (৪০) গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা-পুলিশ করেছে। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের মৃত মজিদ খানের ছেলে।
থানা ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের মৃত হযরত আলী প্যাদার মেয়ে আয়শা বেগমের সঙ্গে মামুন খানের সঙ্গে ১৫ বছর আগে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। গত ১০ বছর ধরে এ দম্পতি তাঁদের তিন সন্তান নিয়ে মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর মহল্লায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। গত দুই বছর ধরে মামুন একই মহল্লায় বসবাসরত তানিয়া বেগম নামে এক গৃহবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এ সম্পর্কের জের ধরে মামুন ও আয়শা দম্পতির মাঝে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। গতকাল সোমবার সকালে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে মামুন খান হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। আহত স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে আয়শাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহত আয়শা বেগমের মা মমতাজ বেগম বাদী হয়ে মেয়ে জামাই মামুন খান ও তাঁর কথিত প্রেমিকা তানিয়া আক্তারকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মা মমতাজ বেগম মেয়ে হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, জামাইয়ের বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দিতে গিয়ে আমার মেয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ নূরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে বলেন, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জের ধরে মামুন খান স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় আয়শার মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের মা জামাই সহ দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
পিরোজপুরের মঠবাড়িয়ায় কাঠমিস্ত্রি স্বামীর হাতুড়ি পেটায় আয়শা বেগম(৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর আবাসিক এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত গৃহবধূ বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আজ মঙ্গলবার সকালে পুলিশ হাসপাতাল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে।
এ ঘটনায় অভিযুক্ত স্বামী কাঠমিস্ত্রি মামুন খানকে (৪০) গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা-পুলিশ করেছে। তিনি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের মৃত মজিদ খানের ছেলে।
থানা ও নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা গেছে, মঠবাড়িয়া উপজেলার বকশীর ঘটিচোরা গ্রামের মৃত হযরত আলী প্যাদার মেয়ে আয়শা বেগমের সঙ্গে মামুন খানের সঙ্গে ১৫ বছর আগে পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। গত ১০ বছর ধরে এ দম্পতি তাঁদের তিন সন্তান নিয়ে মঠবাড়িয়া পৌর শহরের রূপনগর মহল্লায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল। গত দুই বছর ধরে মামুন একই মহল্লায় বসবাসরত তানিয়া বেগম নামে এক গৃহবধূর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে। এ সম্পর্কের জের ধরে মামুন ও আয়শা দম্পতির মাঝে দীর্ঘদিন ধরে কলহ চলে আসছিল। গতকাল সোমবার সকালে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। একপর্যায়ে মামুন খান হাতুড়ি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। আহত স্ত্রীর চিৎকারে প্রতিবেশীরা এসে আয়শাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার সন্ধ্যায় তাঁর মৃত্যু ঘটে।
এ ঘটনায় নিহত আয়শা বেগমের মা মমতাজ বেগম বাদী হয়ে মেয়ে জামাই মামুন খান ও তাঁর কথিত প্রেমিকা তানিয়া আক্তারকে আসামি করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মা মমতাজ বেগম মেয়ে হত্যার দ্রুত বিচার দাবি করে বলেন, জামাইয়ের বিবাহবহির্ভূত সম্পর্কে বাধা দিতে গিয়ে আমার মেয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মুহম্মদ নূরুল ইসলাম বাদল ঘটনা নিশ্চিত করে বলেন, বিবাহবহির্ভূত সম্পর্ক নিয়ে দাম্পত্য কলহের জের ধরে মামুন খান স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করায় আয়শার মৃত্যু ঘটেছে। নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এ ঘটনায় নিহতের মা জামাই সহ দুজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, দেশের নির্বাচনব্যবস্থা প্রায় ধ্বংসের মুখোমুখি। গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণে এই ব্যবস্থাকে পরিশুদ্ধকরণের কোনো বিকল্প নেই। আর এর অগ্রাধিকারগুলো হতে পারে বর্তমান নির্বাচন কমিশন নিয়োগ আইন বাতিল করে নতুন করে নির্বাচন কমিশন নিয়োগ আইন প্রণয়ন, নিয়োগ আইনে অনুসন্ধান কমিটিতে সরকারি ও...
১৪ মিনিট আগেলক্ষ্মীপুরে কাজীর দিঘীরপাড় এলাকায় স্বর্ণ ব্যবসায়ী হিরালাল দেবনাথ হত্যা মামলায় তিনজনকে গ্রেপ্তার করছে পুলিশ। আজ শনিবার পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
১৭ মিনিট আগেজিয়া স্মৃতি জাদুঘর বন্ধের সঙ্গে জড়িত কুশীলবদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘বিগত সরকারের সময় যারা শহীদ জিয়ার নাম মুছে দিয়েছিল ও এটির বন্ধের জন্য কাজ করেছিল তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’
১ ঘণ্টা আগেজামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘জামায়াত আর্তমানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূখণ্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে ছাত্র-জনতার স্বপ্নের সমৃদ্ধ মানবিক বাংলাদেশ গঠনে জামায়াত প্রতি
১ ঘণ্টা আগে