আল-আমিন রাজু, বরগুনা থেকে
বাবা মো. ইদ্রিস খাঁনের (৫০) মাথার চিকিৎসা করার জন্য স্ত্রী ও মা-বাবাকে নিয়ে ঢাকায় গিয়েছিলেন হাফেজ মো. মিরাজ। মিরাজ চোখে দেখেন না। বাবাই ছিলেন তাঁর চোখ। বাবাকে হারিয়ে হারিয়ে অকুল পাথারে পড়েছেন মিরাজ।
বরগুনার সদর হাসপাতালে অভিযান-১০-এর অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের অজ্ঞাত পরিচয় হিসেবে কবর দেওয়ার পরে পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা দিতে চাচাতো ভাইয়ের সহযোগিতায় হাসপাতালে এসেছিলেন মিরাজ। সেখানে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর।
হাফেজ মিরাজ অন্ধ হলেও অদম্য ইচ্ছা আর বাবার সহযোগিতায় ৩০ পারা কোরআন মুখস্থ করেছেন। আজকের পত্রিকাকে মিরাজ বলেন, ‘আমার বাবার চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলাম। বাবার চিকিৎসা শেষে অভিযান-১০-এ উঠি বাড়ি ফেরার জন্য। আমরা নিচতলায় বসে ছিলাম। এর মধ্যে আমাদের একই এলাকার প্রতিবেশী শহীদের সঙ্গে দেখা হয়। নিচতলায় আমরা যে সিটে বসে ছিলাম সেখানে পাঁচজনের বসতে কষ্ট হচ্ছিল। তাই শহীদ বাবাকে তাঁর সিটে দ্বিতীয় তলায় নিয়ে যান।’
মিরাজের বর্ণনাতেই ওঠে আসে তাঁর স্ত্রীর সাহসিকতার গল্প। বলতে গেলে, ওই পরিস্থিতিতে অবিশ্বাস্য মানসিক শক্তি ও স্থিরতার কারণেই বেঁচে গেছেন মিরাজ, তাঁর মা ও দুই শিশু।
মিরাজ বলেন, ‘আমার বাবা শহীদ ভাইয়ের সঙ্গে চলে যাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়ি। হঠাৎ মানুষের কান্নাকাটি শুনে ঘুম ভাঙে। এরই মধ্যে আমার স্ত্রী জানাল লঞ্চে আগুন ধরেছে। চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। পরে আমার স্ত্রী আমাকে ও আমার মাকে নদীতে লাফ দিতে বলে। কিন্তু আমি তাকে রেখে লাফ দিতে চাচ্ছিলাম না। পরে আমার স্ত্রী লামিয়া মাহমুদ আমাকে ও আমার মাকে লঞ্চের কিনারে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমি যে দিকে মানুষের কান্না শুনতে পাচ্ছিলাম সেদিকে সাঁতরে নদীর পাড়ে আসি। পরে আমার স্ত্রী লামিয়া আমার বাবাকে খোঁজার চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতার কারণে ব্যর্থ হয়ে আমাদের ২০ মাস বয়সী মেয়ে মিনতাহিনাকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নদীতে লাফ দেয়। আমি নদীতে লাফ দিয়ে যখন নদীর তীরে আসি তখন লঞ্চ থেকে একটি বিকট শব্দ শুনতে পাই।’
অন্ধ হাফেজ মিরাজ শুধু নিজেই বাঁচেননি। নদী থেকে তীরে ওঠার সময়ে আরেকটি শিশুর জীবন বাঁচিয়েছেন। মিরাজ বলেন, ‘আমি তো অন্ধ মানুষ। কোনোমতে হাতড়ে তিরে আসার চেষ্টা করছিলাম। এর মধ্যে আমার হাতে একটি ছোট মেয়ে বেঁধে যায়। মেয়েটি হাবুডুবু খাচ্ছিল। তখন আমার নিজের মেয়েকে মনে করে তিরে নিয়ে আসি। পরে এক মহিলা জানান এটি তাঁর মেয়ে।’
বাবাকে হারিয়ে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন মিরাজ। তিনি বলেন, ‘বাবার আগে বন্যার পানিতে দাদা ভেসে গেছিলেন। তাঁকেও খুঁজে পাওয়া যায়নি। এবার বাবাকেও হারালাম। জীবিত না পাই অন্তত লাশের আশায় আজ নমুনা দিতে আসলাম। আশায় আছি যেন অন্তত বাবার লাশটা পাই। দাদার কবরটা দিতে পারিনি, অন্তত বাবার কবরটা দিতে চাই!’
মিরাজ নিজের শারীরিক প্রতিবন্ধিতাকে জয় করে কোরআনের হাফেজ হয়েছেন। অসহায় ও প্রতিবন্ধীদের বিনা মূল্যে শিক্ষা দান করেন তিনি। অন্ধদের জন্য বরগুনা শহরে প্রতিষ্ঠা করেছেন আব্দুল্লাহ উম্মে মাখতুম (রা.) দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসার মাধ্যমে কাজ করে যাচ্ছেন সমাজের অবহেলিত জীবনের অন্ধকার গলিতে ঘুরপাক খাওয়া মানুষের জীবনে আলো ফেরাতে।
বাবা মো. ইদ্রিস খাঁনের (৫০) মাথার চিকিৎসা করার জন্য স্ত্রী ও মা-বাবাকে নিয়ে ঢাকায় গিয়েছিলেন হাফেজ মো. মিরাজ। মিরাজ চোখে দেখেন না। বাবাই ছিলেন তাঁর চোখ। বাবাকে হারিয়ে হারিয়ে অকুল পাথারে পড়েছেন মিরাজ।
বরগুনার সদর হাসপাতালে অভিযান-১০-এর অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের অজ্ঞাত পরিচয় হিসেবে কবর দেওয়ার পরে পরিচয় শনাক্ত করতে ডিএনএ নমুনা দিতে চাচাতো ভাইয়ের সহযোগিতায় হাসপাতালে এসেছিলেন মিরাজ। সেখানে এই প্রতিবেদকের সঙ্গে কথা হয় তাঁর।
হাফেজ মিরাজ অন্ধ হলেও অদম্য ইচ্ছা আর বাবার সহযোগিতায় ৩০ পারা কোরআন মুখস্থ করেছেন। আজকের পত্রিকাকে মিরাজ বলেন, ‘আমার বাবার চিকিৎসার জন্য ঢাকায় গিয়েছিলাম। বাবার চিকিৎসা শেষে অভিযান-১০-এ উঠি বাড়ি ফেরার জন্য। আমরা নিচতলায় বসে ছিলাম। এর মধ্যে আমাদের একই এলাকার প্রতিবেশী শহীদের সঙ্গে দেখা হয়। নিচতলায় আমরা যে সিটে বসে ছিলাম সেখানে পাঁচজনের বসতে কষ্ট হচ্ছিল। তাই শহীদ বাবাকে তাঁর সিটে দ্বিতীয় তলায় নিয়ে যান।’
মিরাজের বর্ণনাতেই ওঠে আসে তাঁর স্ত্রীর সাহসিকতার গল্প। বলতে গেলে, ওই পরিস্থিতিতে অবিশ্বাস্য মানসিক শক্তি ও স্থিরতার কারণেই বেঁচে গেছেন মিরাজ, তাঁর মা ও দুই শিশু।
মিরাজ বলেন, ‘আমার বাবা শহীদ ভাইয়ের সঙ্গে চলে যাওয়ার পর আমরা ঘুমিয়ে পড়ি। হঠাৎ মানুষের কান্নাকাটি শুনে ঘুম ভাঙে। এরই মধ্যে আমার স্ত্রী জানাল লঞ্চে আগুন ধরেছে। চারদিকে আগুন ছড়িয়ে পড়ছে। পরে আমার স্ত্রী আমাকে ও আমার মাকে নদীতে লাফ দিতে বলে। কিন্তু আমি তাকে রেখে লাফ দিতে চাচ্ছিলাম না। পরে আমার স্ত্রী লামিয়া মাহমুদ আমাকে ও আমার মাকে লঞ্চের কিনারে নিয়ে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তখন আমি যে দিকে মানুষের কান্না শুনতে পাচ্ছিলাম সেদিকে সাঁতরে নদীর পাড়ে আসি। পরে আমার স্ত্রী লামিয়া আমার বাবাকে খোঁজার চেষ্টা করে কিন্তু আগুনের তীব্রতার কারণে ব্যর্থ হয়ে আমাদের ২০ মাস বয়সী মেয়ে মিনতাহিনাকে নিজের শরীরের সঙ্গে বেঁধে নদীতে লাফ দেয়। আমি নদীতে লাফ দিয়ে যখন নদীর তীরে আসি তখন লঞ্চ থেকে একটি বিকট শব্দ শুনতে পাই।’
অন্ধ হাফেজ মিরাজ শুধু নিজেই বাঁচেননি। নদী থেকে তীরে ওঠার সময়ে আরেকটি শিশুর জীবন বাঁচিয়েছেন। মিরাজ বলেন, ‘আমি তো অন্ধ মানুষ। কোনোমতে হাতড়ে তিরে আসার চেষ্টা করছিলাম। এর মধ্যে আমার হাতে একটি ছোট মেয়ে বেঁধে যায়। মেয়েটি হাবুডুবু খাচ্ছিল। তখন আমার নিজের মেয়েকে মনে করে তিরে নিয়ে আসি। পরে এক মহিলা জানান এটি তাঁর মেয়ে।’
বাবাকে হারিয়ে ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন মিরাজ। তিনি বলেন, ‘বাবার আগে বন্যার পানিতে দাদা ভেসে গেছিলেন। তাঁকেও খুঁজে পাওয়া যায়নি। এবার বাবাকেও হারালাম। জীবিত না পাই অন্তত লাশের আশায় আজ নমুনা দিতে আসলাম। আশায় আছি যেন অন্তত বাবার লাশটা পাই। দাদার কবরটা দিতে পারিনি, অন্তত বাবার কবরটা দিতে চাই!’
মিরাজ নিজের শারীরিক প্রতিবন্ধিতাকে জয় করে কোরআনের হাফেজ হয়েছেন। অসহায় ও প্রতিবন্ধীদের বিনা মূল্যে শিক্ষা দান করেন তিনি। অন্ধদের জন্য বরগুনা শহরে প্রতিষ্ঠা করেছেন আব্দুল্লাহ উম্মে মাখতুম (রা.) দৃষ্টি প্রতিবন্ধী ব্রেইল হাফিজিয়া মাদ্রাসা। মাদ্রাসার মাধ্যমে কাজ করে যাচ্ছেন সমাজের অবহেলিত জীবনের অন্ধকার গলিতে ঘুরপাক খাওয়া মানুষের জীবনে আলো ফেরাতে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) চলমান ‘শহীদ আব্দুল কাইয়ুম স্মৃতি আন্ত বিভাগ ফুটবল টুর্নামেন্ট’ অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। আজ শনিবার কুবির শারীরিক শিক্ষা বিভাগের উপপরিচালক ও ক্রীড়া পরিচালনা কমিটির সদস্যসচিব মনিরুল আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।
৩ মিনিট আগেমাদারীপুরের সমাদ্দার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেলসহ ৯ জন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ঢাকা থেকে বরগুনার আমতলীতে একটি ক্লাব উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
২৬ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারা উপজেলার গুয়াপঞ্চক এলাকায় ঘুমের মধ্যে স্ট্রোক করে আবদুল আজিজ (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নের মধ্যম গুয়াপঞ্চক এলাকায় বাড়িতে শোয়ার ঘরে মারা যান তিনি।
৩০ মিনিট আগেযশোরে দাঁড়িয়ে থাকা একটি বাসে বাপ্পি (২৫) নামের চালকের সহকারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ শনিবার সকালে শহরের মনিহার এলাকার মনিরুদ্দিন তেল পাম্পের সামনে বাসটি দাঁড়িয়েছিল। বাসে তিনি একাই ছিলেন। বাপ্পি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শংকরপাশা গ্রামের ইদ্রিস সরদারের ছেলে।
৪৩ মিনিট আগে