ঢাকা-বরিশাল মহাসড়কে আবার সড়ক দুর্ঘটনায় নিহত ৪ 

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২২, ১৪: ০৩

বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে চারজন নিহত এবং প্রায় আটজন আহত হয়েছে। 

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় নতুন শিকারপুর সোনার বাংলা বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এ ঘটনায় নিহতরা হলেন, রুহুল আমিন, আ. রহমান, মো. হাসান ও নুরুল আমিন। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী এবং গাজীপুরের কোনাবাড়ীর বাসিন্দা। 

এ ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা জলিল হাওলাদার জানান, মোল্লা পরিবহন বরিশাল থেকে ঢাকায় যাচ্ছিল। অন্যদিকে গাজীপুর থেকে একটি মাইক্রোবাস বরিশালের দিকে আসছিল। পথে উজিরপুরে এ দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন, বাকি তিনজন হাসপাতালে মারা গেছেন। 

মুখোমুখি সংঘর্ষে দুমড়েমুচড়ে যায় মাইক্রোবাস। ছবি: আজকের পত্রিকাএ ঘটনার সত্যতা নিশ্চিত করে উজিরপুর থানার এএসআই রবিউল বলেন, দুর্ঘটনায় উদ্ধারকাজ অব্যাহত রয়েছে। বাসটি আটক করা হলেও চালক পালিয়েছেন। মাইক্রোবাসের চাকা ফেটে যাওয়ায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়েন। 

প্রসঙ্গত, গতকাল বুধবারও ঢাকা-বরিশাল-পটুয়াখালী মহাসড়কে সড়ক দুর্ঘটনায় ছয়জন মারা যায়। 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডুপ্লেক্স বাড়ি থেকে পর্যটন স্পট, কী নেই কম্পিউটার অপারেটর নাজমুলের

তিতুমীরের শিক্ষার্থীদের বিক্ষোভ থেকে ট্রেনে হামলা, কয়েকজন জখম, ট্রেন চলাচল বন্ধ

ঢাকার যানজট নিরসনে ৫ কোটির সিগন্যাল ব্যবস্থা, বাস্তবায়নে লাগবে ৬ মাস

মহাখালী সড়ক ছাড়লেন শিক্ষার্থীরা, সচিবালয়ে প্রতিনিধিদল

সীতাকুণ্ডে বাসচাপায় নারী নিহত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত