নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে নদীতীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ কেটে বালু ফেলে দেওয়ার সময় পাঁচ শ্রমিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বোর্ড স্কুল এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কেটে ফেলা বেশ কিছু খালি জিও ব্যাগ জব্দ করা হয়।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—রাসেল হক (২০), হালিম রহমান (২৩), আবদুর রহিম (৩৩), কুদ্দুস (৪০), মো. সাগর (২৭)।
বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ওই এলাকায় নদী তীর রক্ষার কাজ পায় ঠিকাদারি কোম্পানি খুলনা শিপইয়ার্ড লিমিটেড। সেই কাজের সাব-কন্ট্রাক্টর হিসেবে কাজ পরিচালনা করেন মো. সালাউদ্দিন। ধারণা করা হচ্ছে, বালু ফেলে জিও ব্যাগ বিক্রির জন্য এমন কাজ করেছেন তাঁরা। এই ঠিকাদারের অধীনেই তাঁরা কাজ করছিলেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড, বরিশালের উপবিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ বলেন, ‘এমন গুরুতর অপরাধ করায় লোকজন পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। যদি এমন ঘটনা ঘটে তাহলে মূল ঠিকাদার কোম্পানিকে অবহিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘স্থানীয়রা ৫ জনকে আটক করে পুলিশকে জানালে তাঁদের থানায় নিয়ে আসা হয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।’
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যেই জিও ব্যাগগুলো কেটে বালু ফেলে দিচ্ছিলেন।
বরিশালে নদীতীর রক্ষায় ব্যবহৃত জিও ব্যাগ কেটে বালু ফেলে দেওয়ার সময় পাঁচ শ্রমিককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বোর্ড স্কুল এলাকা থেকে গতকাল শুক্রবার রাতে তাঁদের আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে কেটে ফেলা বেশ কিছু খালি জিও ব্যাগ জব্দ করা হয়।
আজ শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান।
আটক হওয়া ব্যক্তিরা হলেন—রাসেল হক (২০), হালিম রহমান (২৩), আবদুর রহিম (৩৩), কুদ্দুস (৪০), মো. সাগর (২৭)।
বরিশাল পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা যায়, ওই এলাকায় নদী তীর রক্ষার কাজ পায় ঠিকাদারি কোম্পানি খুলনা শিপইয়ার্ড লিমিটেড। সেই কাজের সাব-কন্ট্রাক্টর হিসেবে কাজ পরিচালনা করেন মো. সালাউদ্দিন। ধারণা করা হচ্ছে, বালু ফেলে জিও ব্যাগ বিক্রির জন্য এমন কাজ করেছেন তাঁরা। এই ঠিকাদারের অধীনেই তাঁরা কাজ করছিলেন।
এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড, বরিশালের উপবিভাগীয় প্রকৌশলী মুশফিকুর রহমান শুভ বলেন, ‘এমন গুরুতর অপরাধ করায় লোকজন পাঠিয়ে খোঁজ নেওয়া হচ্ছে। যদি এমন ঘটনা ঘটে তাহলে মূল ঠিকাদার কোম্পানিকে অবহিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব।’
কাউনিয়া থানার ওসি আসাদুজ্জামান বলেন, ‘স্থানীয়রা ৫ জনকে আটক করে পুলিশকে জানালে তাঁদের থানায় নিয়ে আসা হয়। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। তাঁরা পরবর্তী পদক্ষেপ নেবেন।’
ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেছেন, বিক্রির উদ্দেশ্যেই জিও ব্যাগগুলো কেটে বালু ফেলে দিচ্ছিলেন।
অন্তর্বর্তী সরকারের বিমান পরিবহন, পর্যটন ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ বলেছেন, সংস্কার দোকান থেকে কেনার বিষয় না। এটি চলমান প্রক্রিয়া। কমিশনগুলো গণ মতামত নিচ্ছে। তার ভিত্তিতেই সংস্কার হবে। সংস্কার হবে কোনো গোষ্ঠীর জন্য নয় সমগ্র দেশের মানুষের জন্য।
১০ মিনিট আগেকুয়েতে সড়ক দুর্ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত ৩টার (বাংলাদেশ সময়) দিকে প্রাইভেট কার দুর্ঘটনায় তিনি মারা যান।
১৬ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তবিভাগ ফুটবল টুর্নামেন্টর খেলা শেষে স্লেজিং (কটুকথা) করাকে কেন্দ্র করে সংঘর্ষে শিক্ষক–শিক্ষার্থী, সাংবাদিকসহ অন্তত ৩৪ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) সূত্রে এ তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগেবিডিআর বিদ্রোহের কারণে চাকরিচ্যুত ৬ রাইফেল ব্যাটালিয়নের সব সৈনিকের বেতন-ভাতা ও সব সুযোগ-সুবিধাসহ চাকরি ফেরতের দাবি জানিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। আজ সোমবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে এক সংবাদ সম্মেলনে চাকরিতে পুনর্বহাল করাসহ ৫ দফা দাবি তুলে ধরেন তাঁরা
৪৩ মিনিট আগে