আমতলী (বরগুনা) প্রতিনিধি
বরগুনার আমতলীতে পৌরসভা নির্বাচনে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার ফকিরবাড়ীর সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে এক পক্ষ পোস্টার টাঙাতে গেলে অপর পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে অন্তত আটজন আহত হয়। আহত মীর হাবিবুর রহমান, মুছা, কুদরাত, মামুন ও ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইমরান বলেন, ‘কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান ও তাঁর সমর্থকেরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান বলেন, ‘পোস্টার টাঙাতে গেলে আমার ছয়-সাতজন সমর্থককে হাবিবুর রহমান ফকিরের সমর্থকেরা পিটিয়ে জখম করেছে।’
হাবিবুর রহমান ফকির বলেন, ‘আমার পোস্টার ছিঁড়ে মীর হাবিবুর রহমানের সমর্থকেরা তাঁর পোস্টার টাঙাচ্ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মীর হাবিবুর রহমান ও তাঁর লোকজন আমার লোকজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেরীন আশ্রাফ বলেন, আহত একজনকে পটুয়াখালী পাঠানো হয়েছে। আহত অন্যদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনার আমতলীতে পৌরসভা নির্বাচনে পোস্টার টাঙানোকে কেন্দ্র করে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে আটজন আহত হয়েছে। আজ সোমবার দুপুরে পৌরসভার ফকিরবাড়ীর সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলী পৌর নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে এক পক্ষ পোস্টার টাঙাতে গেলে অপর পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। তাতে অন্তত আটজন আহত হয়। আহত মীর হাবিবুর রহমান, মুছা, কুদরাত, মামুন ও ইমরানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহত ইমরান বলেন, ‘কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান ও তাঁর সমর্থকেরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে। আমি এ ঘটনার বিচার চাই।’
কাউন্সিলর প্রার্থী মীর হাবিবুর রহমান বলেন, ‘পোস্টার টাঙাতে গেলে আমার ছয়-সাতজন সমর্থককে হাবিবুর রহমান ফকিরের সমর্থকেরা পিটিয়ে জখম করেছে।’
হাবিবুর রহমান ফকির বলেন, ‘আমার পোস্টার ছিঁড়ে মীর হাবিবুর রহমানের সমর্থকেরা তাঁর পোস্টার টাঙাচ্ছিল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মীর হাবিবুর রহমান ও তাঁর লোকজন আমার লোকজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে।’
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মেহেরীন আশ্রাফ বলেন, আহত একজনকে পটুয়াখালী পাঠানো হয়েছে। আহত অন্যদের এখানেই চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাখাওয়াত হোসেন তপু আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হাফ শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে থাকা সাবেক আইজিকে প্রিজন থেকে সরাসরি গারদে নিয়ে যায়। দুই পাশে দুজন পুলিশ সদস্য তার হাত ধরে ছিলেন। তিনি ছিলেন মাথা নিচু করে। আব্দুল্লাহ আল মামুনের পর পরই গারদে রাখার জন্য নেওয়া হয় জিয়াউল আহসানকে। তিনি ফুল হাতা শার্ট ও কালো প্যান্ট আর কেডস পরে ছিলেন...
৯ মিনিট আগেমানবতাবিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক আটজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। তাঁদের মধ্যে মধ্যে পুলিশের সাবেক প্রধান ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালকও রয়েছেন...
৩৮ মিনিট আগেরংপুরের গঙ্গাচড়ায় গরুর খড় খাওয়াকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বড়বিল ইউনিয়নের নগরবন্দ এলাকায় এ ঘটনার সূত্রপাত হয়। আহতদের পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় উদ্ধার করে গঙ্গাচড়া উপজেলা স্বাস্থ্য...
৪৪ মিনিট আগেবিদ্যুতের অপচয় নিয়ন্ত্রণ এবং ভুতুড়ে বিলের হয়রানি থেকে গ্রাহকদের মুক্তি দিতে ২০০৪ সালে সারা দেশে প্রিপেইড মিটার বসানোর উদ্যোগ নেওয়া হয়। সেই থেকে সিলেট নগরের বিভিন্ন বাসাবাড়ি ও মার্কেটে প্রিপেইড মিটার বসানোর কাজ চলছে। ইতিমধ্যে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আওতাধীন...
১ ঘণ্টা আগে