পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে একটি ট্রলারের ৮ জেলে নিখোঁজ রয়েছে। ঝড়ে আরও দুই ট্রলারসহ ৩১ জন জেলের এখনো সন্ধান মেলেনি। এ নিয়ে এখন পর্যন্ত ৩৯ জন জেলের সন্ধান পাওয়া যাচ্ছে না।
আজ শনিবার রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) সকালের দিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আ. রহিম খলিফার মালিকানা এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার ১২ জন মাঝিমাল্লা নিয়ে ডুবে যায়। এর মধ্যে ৪ জন উদ্ধার হলেও বাকি ৮ জনের কোনো খোঁজ মেলেনি। এ ছাড়াও মোহাম্মদ রফিকের মালিকানা এফবি এলাহি ভরসা ও আনোয়ারের মালিকানা এফবি তামান্না ট্রলারসহ ৩১ জেলেসহ নিখোঁজ রয়েছে।
ফিরে আসা জেলেরা জানান, গতকাল শুক্রবার ভোরে উপকূলে আসার চেষ্টার সময় হঠাৎ একটি বড় ঢেউ এসে ট্রলারটির ওপরে আছড়ে পড়লে ট্রলারটি উল্টে ডুবে যায়। এরপর আমরা সাগরে ভাসতে ভাসতে একটি ট্রলার দেখে চিৎকার দিলে তারা আমাদের ৪ জনকে উদ্ধার করে মহিপুর নিয়ে আসে। ফিরে আসা জেলেরা আরও জানান, বাকি ৮ জেলে কোথায় আছে তাদের জানা নেই।
ফিরে আসা জেলেরা হল নুরজ্জজামান মুন্সি আজগর মিয়া, মাসুম ও রাজিব। নিখোঁজ জেলেরা হলেন কালু মাঝি, জাফর, মজিবুর, ইউসুপ, ছত্তার, নাদিম, বেল্লাল ও ইয়াসিন। সকলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
নিখোঁজ এফবি এলাহি ভরসা ও এফবি তামান্না ট্রলারের মালিক ও জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে মাছ ধরারত অনেক ট্রলার ডুবে গেছে। ইতিমধ্য দুটি ট্রলার উদ্ধার করা হয়েছে। এখনো দুটি ট্রলারে ৩১ জেলেসহ নিখোঁজ রয়েছে।
৩৯ জেলে ও ট্রলার খোঁজার জন্য মালিক সমিতির দুটি ট্রলার পাঠানো হয়েছে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, ‘নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ট্রলার মালিক সমিতির যৌথভাবে উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করেছে।’
ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবে একটি ট্রলারের ৮ জেলে নিখোঁজ রয়েছে। ঝড়ে আরও দুই ট্রলারসহ ৩১ জন জেলের এখনো সন্ধান মেলেনি। এ নিয়ে এখন পর্যন্ত ৩৯ জন জেলের সন্ধান পাওয়া যাচ্ছে না।
আজ শনিবার রাত ৭টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী।
গতকাল শুক্রবার (১৭ নভেম্বর) সকালের দিকে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে আ. রহিম খলিফার মালিকানা এফবি মায়ের দোয়া নামে একটি ট্রলার ১২ জন মাঝিমাল্লা নিয়ে ডুবে যায়। এর মধ্যে ৪ জন উদ্ধার হলেও বাকি ৮ জনের কোনো খোঁজ মেলেনি। এ ছাড়াও মোহাম্মদ রফিকের মালিকানা এফবি এলাহি ভরসা ও আনোয়ারের মালিকানা এফবি তামান্না ট্রলারসহ ৩১ জেলেসহ নিখোঁজ রয়েছে।
ফিরে আসা জেলেরা জানান, গতকাল শুক্রবার ভোরে উপকূলে আসার চেষ্টার সময় হঠাৎ একটি বড় ঢেউ এসে ট্রলারটির ওপরে আছড়ে পড়লে ট্রলারটি উল্টে ডুবে যায়। এরপর আমরা সাগরে ভাসতে ভাসতে একটি ট্রলার দেখে চিৎকার দিলে তারা আমাদের ৪ জনকে উদ্ধার করে মহিপুর নিয়ে আসে। ফিরে আসা জেলেরা আরও জানান, বাকি ৮ জেলে কোথায় আছে তাদের জানা নেই।
ফিরে আসা জেলেরা হল নুরজ্জজামান মুন্সি আজগর মিয়া, মাসুম ও রাজিব। নিখোঁজ জেলেরা হলেন কালু মাঝি, জাফর, মজিবুর, ইউসুপ, ছত্তার, নাদিম, বেল্লাল ও ইয়াসিন। সকলের বাড়ি পাথরঘাটার বিভিন্ন এলাকায়।
নিখোঁজ এফবি এলাহি ভরসা ও এফবি তামান্না ট্রলারের মালিক ও জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নে।
বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে বঙ্গোপসাগরে মাছ ধরারত অনেক ট্রলার ডুবে গেছে। ইতিমধ্য দুটি ট্রলার উদ্ধার করা হয়েছে। এখনো দুটি ট্রলারে ৩১ জেলেসহ নিখোঁজ রয়েছে।
৩৯ জেলে ও ট্রলার খোঁজার জন্য মালিক সমিতির দুটি ট্রলার পাঠানো হয়েছে।’
পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রোকনুজ্জামান খান বলেন, ‘নিখোঁজ ট্রলার ও জেলেদের উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন, নৌবাহিনী, কোস্টগার্ড, নৌ পুলিশ এবং ট্রলার মালিক সমিতির যৌথভাবে উদ্ধার তৎপরতা কার্যক্রম শুরু করেছে।’
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৭ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৮ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৮ ঘণ্টা আগে