নিজস্ব প্রতিবেদক, বরিশাল
রাজধানীতে আজ শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষে বরিশালে দিনভর ছিল উদ্বেগ উৎকণ্ঠা। সদর আসনের চারবারের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের আহত হওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিকেলে বিএনপি আগামীকাল রোববার হরতাল ঘোষণা দেওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর নগরে টহল দিয়েছে পুলিশ। নগরীর দুটি টার্মিনালের বাস মালিক সমিতি আগামীকাল বাস চালানোর ঘোষণা দিয়েছে।
এদিকে গৌরনদীর বাটাজোরে বিএনপি নেতা আজাদ মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মীদের বিরুদ্ধে।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম মোবাইল ফোনে আজ রাতে জানান, রাজধানীতে সংঘর্ষে গুলিবিদ্ধ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা বাপ্পি ও শ্রমিক দলের মানিকের অবস্থা আশঙ্কাজন। তাঁরা ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। মহানগরের সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, মজিবর রহমান সরোয়ার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আগামীকাল হরতাল পালনের বিষয়ে মহানগরের সদস্যসচিব মীর জাহিদ বলেন, ‘দলের নেতা–কর্মীদের বেশির ভাগ রাজধানীতে রয়েছেন। গ্রেপ্তার ও আহতের সংখ্যা অনেক। বরিশালের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবেন।’
বিভাগের অপর ৫ জেলার রুটগুলোর বাস চলাচল করে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে। এই টার্মিনালভিত্তিক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি সুলতান মোল্লা জানান, আগামীকাল তাঁরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকেরা টার্মিনাল পাহারায় থাকবেন।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহদত হোসেন লিটন জানান, সন্ধ্যার পর মালিক সমিতির সঙ্গে বৈঠক করে আগামীকাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বিএনপি কর্মী সানাউল মৃধা জানান, বাটাজোর বাজারে তাঁর বড় ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ মৃধার রেডিমেড পোশাক বিক্রির দোকান রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪-১৫ জন যুবলীগ কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ দোকানে এসে লুটপাট ও কর্মচারীদের বের করে দোকানে তালা মেরে দেন। বিএনপি নেতা আজাদ মৃধা দলীয় কর্মসূচিতে রাজধানীতে রয়েছেন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদক রিমন তালুকদার কালু এই হামলার নেতৃত্ব দেন বলে দাবি করেছেন সানাউল মৃধা।
রাজধানীতে আজ শনিবার বিএনপি-পুলিশের সংঘর্ষে বরিশালে দিনভর ছিল উদ্বেগ উৎকণ্ঠা। সদর আসনের চারবারের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারের আহত হওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হয়। বিকেলে বিএনপি আগামীকাল রোববার হরতাল ঘোষণা দেওয়ায় নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। সন্ধ্যার পর নগরে টহল দিয়েছে পুলিশ। নগরীর দুটি টার্মিনালের বাস মালিক সমিতি আগামীকাল বাস চালানোর ঘোষণা দিয়েছে।
এদিকে গৌরনদীর বাটাজোরে বিএনপি নেতা আজাদ মৃধার ব্যবসা প্রতিষ্ঠানে তালা মেরে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ কর্মীদের বিরুদ্ধে।
মহানগর বিএনপির সদস্যসচিব মীর জাহিদুল ইসলাম মোবাইল ফোনে আজ রাতে জানান, রাজধানীতে সংঘর্ষে গুলিবিদ্ধ মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা বাপ্পি ও শ্রমিক দলের মানিকের অবস্থা আশঙ্কাজন। তাঁরা ঢাকায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন। মহানগরের সাবেক সহ সম্পাদক আনোয়ারুল হক তারিন জানান, মজিবর রহমান সরোয়ার ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
আগামীকাল হরতাল পালনের বিষয়ে মহানগরের সদস্যসচিব মীর জাহিদ বলেন, ‘দলের নেতা–কর্মীদের বেশির ভাগ রাজধানীতে রয়েছেন। গ্রেপ্তার ও আহতের সংখ্যা অনেক। বরিশালের সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করবেন।’
বিভাগের অপর ৫ জেলার রুটগুলোর বাস চলাচল করে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে। এই টার্মিনালভিত্তিক সংগঠন বরিশাল-পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি সুলতান মোল্লা জানান, আগামীকাল তাঁরা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন। শ্রমিকেরা টার্মিনাল পাহারায় থাকবেন।
নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি শাহদত হোসেন লিটন জানান, সন্ধ্যার পর মালিক সমিতির সঙ্গে বৈঠক করে আগামীকাল বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
গৌরনদীর বাটাজোর ইউনিয়নের বিএনপি কর্মী সানাউল মৃধা জানান, বাটাজোর বাজারে তাঁর বড় ভাই উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ মৃধার রেডিমেড পোশাক বিক্রির দোকান রয়েছে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ১৪-১৫ জন যুবলীগ কর্মী লাঠিসোঁটা ও ধারালো অস্ত্রসহ দোকানে এসে লুটপাট ও কর্মচারীদের বের করে দোকানে তালা মেরে দেন। বিএনপি নেতা আজাদ মৃধা দলীয় কর্মসূচিতে রাজধানীতে রয়েছেন।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সম্পাদক রিমন তালুকদার কালু এই হামলার নেতৃত্ব দেন বলে দাবি করেছেন সানাউল মৃধা।
বগুড়ার শিবগঞ্জের কাঁচাবাজারগুলোতে উঠতে শুরু করেছে আগাম জাতের আলু। মৌসুমের শুরুতে বাজারে আলু ওঠায় আকার ও প্রকারভেদে ৩৮০-৪২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বিক্রেতারা বলছেন, আমদানির তুলনায় চাহিদা বেশি হওয়ায় দাম বেশি নেওয়া হচ্ছে।
৪ মিনিট আগেরাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তির ক্ষেত্রে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নির্ধারিত পোষ্য কোটা সাত দিনের মধ্যে বাতিল চেয়ে লিগ্যাল নোটিশ দিয়েছেন মো. নাজিমউদ্দিন নাজিম মৃধা নামের একজন আইনজীবী। রাবির আইন বিভাগের সাবেক এই শিক্ষার্থী এখন সুপ্রিম কোর্টের আইনজীবী।
১২ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে বাবলু মিয়া (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৭ মিনিট আগেচট্টগ্রাম বিভাগ, কক্সবাজার জেলা, টেকনাফ, গুলি, জেলার খবর
২০ মিনিট আগে