ভোলা প্রতিনিধি
নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ায় এক ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যার চেষ্টা করেন ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মো. মিলন চৌধুরী।
গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি বিষ পান করেন। বিষয়টি নিশ্চিত হয়ে তাঁর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালেদা ইসলাম মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিলন চৌধুরী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে সদর হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান চিকিৎসক।
মেম্বার প্রার্থী মো. মিলন চৌধুরীর ছেলে ইমরান হাসান অপি জানান, বিকেলের দিকে ৬নং ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার তাদের বাড়িতে এসে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি পরিচয় দিয়ে তার বাবাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। তারা আরও জানায়, ইউনিয়ন আ. লীগ থেকে বলা হয়েছে মিলন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের গিয়াস উদ্দিনকে দল থেকে মনোনীত করা হয়েছে। তাকেই এবার মেম্বার নির্বাচিত করতে হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করলে নির্বাচনের দিন যদি কোনো সহিংসতা ঘটে তাহলে সেই দায় ইউনিয়ন আ. লীগ নেবে না। এতে লজ্জায় ও ক্ষোভে নিজের ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন মিলন চৌধুরী।
মিলন চৌধুরীর চাচাতো ভাই মো. আরিফুর রহমান জানান, ''তাঁর চাচাতো ভাইয়ের ৮০ ভাগ জনসমর্থন রয়েছে। তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আ. লীগের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তারা সুষ্ঠু নির্বাচন দাবি করেন।
প্রার্থী মিলন চৌধুরী বলেন, 'আমি এত দিন ধরে এলাকায় গণসংযোগ করেছি। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। তাদের এই হুমকিতে আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে জনগণকে কী জবাব দেব? তাই ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছি।'
ভোলা সদর মডেল থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দৌলতখান থানা থেকে খবর পেয়ে তারা সদর হাসপাতালে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী মেম্বার প্রার্থীর তথ্য সংগ্রহ করেছেন। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।
নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ায় এক ইউনিয়ন পরিষদের সদস্য প্রার্থী বিষ পানে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আত্মহত্যার চেষ্টা করেন ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ফুটবল প্রতীকের প্রার্থী মো. মিলন চৌধুরী।
গতকাল সোমবার সন্ধ্যায় নিজ বাড়িতে তিনি বিষ পান করেন। বিষয়টি নিশ্চিত হয়ে তাঁর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে রাতে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেছে।
ভোলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. খালেদা ইসলাম মিতু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মিলন চৌধুরী কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাকে সদর হাসপাতালে আনা হলে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি শঙ্কামুক্ত রয়েছেন বলেও জানান চিকিৎসক।
মেম্বার প্রার্থী মো. মিলন চৌধুরীর ছেলে ইমরান হাসান অপি জানান, বিকেলের দিকে ৬নং ওয়ার্ড থেকে বশির আমিন, সত্তার ও চৌধুরী মেম্বার তাদের বাড়িতে এসে ইউনিয়ন আওয়ামী লীগের প্রতিনিধি পরিচয় দিয়ে তার বাবাকে নির্বাচন থেকে সরে যেতে বলেন। তারা আরও জানায়, ইউনিয়ন আ. লীগ থেকে বলা হয়েছে মিলন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী মোরগ প্রতীকের গিয়াস উদ্দিনকে দল থেকে মনোনীত করা হয়েছে। তাকেই এবার মেম্বার নির্বাচিত করতে হবে। নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহার না করলে নির্বাচনের দিন যদি কোনো সহিংসতা ঘটে তাহলে সেই দায় ইউনিয়ন আ. লীগ নেবে না। এতে লজ্জায় ও ক্ষোভে নিজের ঘরে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করেন মিলন চৌধুরী।
মিলন চৌধুরীর চাচাতো ভাই মো. আরিফুর রহমান জানান, ''তাঁর চাচাতো ভাইয়ের ৮০ ভাগ জনসমর্থন রয়েছে। তিনি এর আগেও ওই ওয়ার্ডের ইউপি সদস্য ছিলেন। প্রতিপক্ষ প্রার্থী গিয়াস উদ্দিন কৌশলে আ. লীগের নাম ভাঙিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। তারা সুষ্ঠু নির্বাচন দাবি করেন।
প্রার্থী মিলন চৌধুরী বলেন, 'আমি এত দিন ধরে এলাকায় গণসংযোগ করেছি। এলাকায় আমার ব্যাপক জনসমর্থন রয়েছে। তাদের এই হুমকিতে আমি যদি নির্বাচন থেকে সরে যাই তাহলে জনগণকে কী জবাব দেব? তাই ক্ষোভে ও লজ্জায় আত্মহত্যার পথ বেছে নিয়েছি।'
ভোলা সদর মডেল থানা-পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জসিম উদ্দিন জানান, দৌলতখান থানা থেকে খবর পেয়ে তারা সদর হাসপাতালে এসে বিষপানে আত্মহত্যার চেষ্টাকারী মেম্বার প্রার্থীর তথ্য সংগ্রহ করেছেন। পরবর্তীতে থানায় লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় পুরো এলাকায় ছড়িয়ে পড়লে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বজলার রহমান বলেন, এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ দেয়নি।
ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার নন্দুয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বারী প্রায় সাড়ে তিন মাস পর হাইকোর্টের নির্দেশে দায়িত্ব ফিরে পেলেন। আজ রোববার সকালে প্যানেল চেয়ারম্যান সোহেল রানা ও ইউপি সচিব দবিরুল ইসলাম তাঁকে ইউনিয়ন পরিষদের দায়িত্ব বুঝিয়ে দেন।
২ মিনিট আগেঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসক ও ছাত্রী পরিচয় দেওয়া এক তরুণীকে আটক করা হয়েছে। আজ রোববার (১৭ নভেম্বর) দুপুরে রোগীর থেকে কৌশলে ৩০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় তাঁকে আটক করা হয়।
৭ মিনিট আগেপাবনার ঈশ্বরদীতে আকমল হোসেন (৫৩) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার শহরের থানাপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ এ ঘটনায় নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেছে।
১০ মিনিট আগেজাজিরা, শরীয়তপুর জেলা, ঢাকা বিভাগ, জেলার খবর
১৫ মিনিট আগে