নিজস্ব প্রতিবেদক, বরিশাল
বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অতিথিরা মঞ্চে পৌঁছান। সমাবেশে প্রথমে স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। সমাবেশস্থল জিলা স্কুল মাঠ এরই মধ্যে নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে গেছে। বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল ভেন্যুতে সমাবেশস্থল পৌঁছায়। তবে সমাবেশ শুরুর পর মঞ্চের সামনে নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি হয়।
বিএনপির সমাবেশ মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান ছাড়াও প্রধান বক্তা দলটির সহসভাপতি ব্যারিস্টার শাজাহান ওমর। এ ছাড়া বিশেষ অতিথি বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ এই অঞ্চলের শীর্ষ নেতারা মঞ্চে পৌঁছে গেছেন। সমাবেশের সভাপতিত্ব করছেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
সমাবেশ চলাকালে বিকেল ৩টার দিকে মঞ্চের সামনে নেতা-কর্মীদের দুটি পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পরেন। দফায় দফায় এ সংঘাতে সমাবেশ কিছুটা ছন্দপতন হয়।
এদিকে দূর দুরন্ত থেকে আসা নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, নানাভাবে বাধার সম্মুখীন হয়েছেন তাঁরা। নদী পথে অনেক নেতা-কর্মীই ট্রলারে এসেছেন।
নলছিটি থেকে আসা মো. রফিকুল ইসলাম মাঝি বলেন, ‘তিনি নেতা-কর্মীদের সঙ্গে এসেছেন। দুর্বিষহ জীবন থেকে মুক্তি চাই।’ মেহেন্দীগঞ্জ থেকে আসা বিএনপি নেতা শাজাহান মিয়া বলেন, ‘তারা ২০টি নৌকায় করে সমাবেশে এসেছেন।
বিকেল সোয়া ৩টা নাগাদ সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে যায়।’
বরিশালে বিএনপির বিভাগীয় সমাবেশ শুরু হয়েছে। আজ শনিবার বেলা পৌনে ৩টার দিকে প্রধান অতিথি দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানসহ অতিথিরা মঞ্চে পৌঁছান। সমাবেশে প্রথমে স্থানীয় নেতারা বক্তব্য দেওয়া শুরু করেন। সমাবেশস্থল জিলা স্কুল মাঠ এরই মধ্যে নেতা-কর্মীদের উপস্থিতিতে কানায় কানায় ভরে গেছে। বিভিন্ন স্থান থেকে একের পর এক মিছিল ভেন্যুতে সমাবেশস্থল পৌঁছায়। তবে সমাবেশ শুরুর পর মঞ্চের সামনে নেতা-কর্মীদের মধ্যে কয়েক দফা হাতাহাতি হয়।
বিএনপির সমাবেশ মঞ্চে এরই মধ্যে উপস্থিত হয়েছেন প্রধান অতিথি ড. আব্দুল মঈন খান ছাড়াও প্রধান বক্তা দলটির সহসভাপতি ব্যারিস্টার শাজাহান ওমর। এ ছাড়া বিশেষ অতিথি বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ারসহ এই অঞ্চলের শীর্ষ নেতারা মঞ্চে পৌঁছে গেছেন। সমাবেশের সভাপতিত্ব করছেন নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক।
সমাবেশ চলাকালে বিকেল ৩টার দিকে মঞ্চের সামনে নেতা-কর্মীদের দুটি পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পরেন। দফায় দফায় এ সংঘাতে সমাবেশ কিছুটা ছন্দপতন হয়।
এদিকে দূর দুরন্ত থেকে আসা নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, নানাভাবে বাধার সম্মুখীন হয়েছেন তাঁরা। নদী পথে অনেক নেতা-কর্মীই ট্রলারে এসেছেন।
নলছিটি থেকে আসা মো. রফিকুল ইসলাম মাঝি বলেন, ‘তিনি নেতা-কর্মীদের সঙ্গে এসেছেন। দুর্বিষহ জীবন থেকে মুক্তি চাই।’ মেহেন্দীগঞ্জ থেকে আসা বিএনপি নেতা শাজাহান মিয়া বলেন, ‘তারা ২০টি নৌকায় করে সমাবেশে এসেছেন।
বিকেল সোয়া ৩টা নাগাদ সমাবেশ স্থল লোকে লোকারণ্য হয়ে যায়।’
মুক্তির দাবিতে খুলনা জেলা কারাগারে অনশনরত দুই জঙ্গির শারীরিক অবস্থা সংকটাপন্ন। আট দিন ধরে কারা হাসপাতালে রেখে স্যালাইনের মাধ্যমে তাঁদের খাবার দেওয়া হচ্ছে।
১০ মিনিট আগেনরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধের জেরে দুই বংশের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় হাতবোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ বিভিন্নভাবে ১৬ জন আহত হন। গতকাল সোমবার উপজেলার চানপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে এ সংঘর্ষ বাধে।
১১ মিনিট আগেরাজধানীর মহাখালী থেকে সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার করলেও ফের কলেজের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা ও কর্মকর্তাদের সঙ্গে আজ বিকেলে বৈঠক করে কোনো আশ্বাস পাননি শিক্ষার্থী। এই খবর ক্যাম্পাসে পৌঁছলে সন্ধ্যার দিকে শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন
১৫ মিনিট আগেসিলেটে ছাত্র-জনতার আন্দোলনের সংবাদ সংগ্রহে গিয়ে গুলিতে নিহত সাংবাদিক এ টি এম তুরাব হত্যা মামলায় এক পুলিশ সদস্যের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
৩৩ মিনিট আগে