বরিশালে ছাত্রলীগ কর্মীদের আশ্রয় দেওয়ায় পুলিশ বক্স ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৭ জুলাই ২০২৪, ০০: ১৭

বরিশাল নগরের কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন পুলিশ বক্সে আজ মঙ্গলবার বিকেলে হামলার অভিযোগ উঠেছে। বিকেল ৪টার দিকে ছাত্রলীগ পরিচয়ে কয়েকজন নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল গিয়ে শিক্ষার্থীদের ধমকানো শুরু করে। শিক্ষার্থীরা তাঁদের ধাওয়া দিলে পুলিশ বক্সে আশ্রয় নেন। তখন শিক্ষার্থীরা পুলিশ বক্স ভাঙচুর করেন।

এ সময় পুলিশ শিক্ষার্থীদের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করে। ক্ষুব্ধ শিক্ষার্থীরা পুলিশের দুটি ও একজন সাধারণ মানুষের একটি মোটরসাইকেল ভাঙচুর করে।

বরিশাল মহানগর উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা জানান, শিক্ষার্থীদের আন্দোলনে অনুপ্রবেশকারী ঢুকেছিল। শিক্ষার্থীরা ধাওয়া দিলে তারা পুলিশ বক্সে আশ্রয় নেয়। তখন শিক্ষার্থীরা ভুল বুঝে পুলিশ বক্স ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়। 

তিনি বলেন, বিএম কলেজের পরিস্থিতিও এখন নিয়ন্ত্রণে রয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচের রেকর্ড ভাঙল ১৪ বছর পর

৩ মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ৭৩ হাজার ৫০০ কোটি টাকা

এয়ারক্র্যাফটে স্বর্ণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষকের মৃত্যু

ছাত্র সমন্বয়ক আম্মারের শাস্তি চায় রাবির কর্মকর্তা-কর্মচারীদের ৪ সংগঠন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত