ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের ৪৫ নম্বর গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণকাজে অনিয়মের অভিযোগে বন্ধ করে দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। প্রায় কোটি টাকা ব্যয়ে ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছিল।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ঠিকদার নিম্নমানের সামগ্রী ও অনিয়মের আশ্রয় নিয়ে গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেয়। পরে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এলজিইডি কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। এতে করে যথা সময়ে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে, ১৬ দিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় রডে মরিচা ধরেছে।
৪৫ নম্বর গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন খান ও ম্যানেজিং কমিটির সহসভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, এলজিইডির অর্থায়নে ৯৯ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স ২০২০ সালের মে মাসে নির্মাণকাজ শুরু করে। গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিয়ে কাজের মান নিয়ে সন্দেহ হয়। বিষয়টি বরিশাল এলজিইডি কর্তৃপক্ষকে অবহিত করা হলে নির্বাহী প্রকৌশলী জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন আসেন। তিনি এসে দেখেন ৮ মিলি, ৪ মিলি ও নুড়ি পাথর দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে নিম্নমানের বড় পাথর ও ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি এবং ১২ মিলির পরিবর্তে ১০ মিলি দিয়ে ৬ ইঞ্চি ফাঁকা রাখার জায়গায় সাড়ে ৮ ইঞ্চি দিয়ে ঢালায়ের প্রস্তুতি নিচ্ছে। তাই দেখে কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে ঠিকাদার শিমুল হোসেন বলেন, যথাযথ নিয়মানুযায়ী কাজ করা হচ্ছে। তবে পাথর, রড ও কাঠের কিছু সমস্যার বিষয়ের কর্তৃপক্ষ জানালে তা পরিবর্তন ও সকল সমস্যার সমাধান করা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত কারণে কিছুদিন কাজ বন্ধ রয়েছে। খুব দ্রুতই যথাযথভাবে কাজ শুরু করা হবে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয় ভবনের নির্মাণকাজে সামান্য কিছু ত্রুটি ধরা পড়লে তা ঠিকাদার সমাধান করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। এখন তাঁদের অনুমতি পেলে দ্রুতই কাজ সম্পন্ন করা হবে।
এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদা বলেন, মূলত ছাদ ঢালাইয়ের সময় কোনো প্রকৌশলী উপস্থিত না থাকার বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে বরিশালের নির্বাহী প্রকৌশলী ওই স্কুলে যান। সেখান গিয়ে পাথর ও রডের কিছু অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
প্রকৌশলী আরও বলেন, যথাযথ নিয়মে ভবন নির্মাণ সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
ঝালকাঠির রাজাপুরের ৪৫ নম্বর গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের নির্মাণকাজে অনিয়মের অভিযোগে বন্ধ করে দিয়েছে এলজিইডি কর্তৃপক্ষ। প্রায় কোটি টাকা ব্যয়ে ভবনের নির্মাণকাজ শুরু করা হয়েছিল।
সরেজমিনে গিয়ে জানা গেছে, ঠিকদার নিম্নমানের সামগ্রী ও অনিয়মের আশ্রয় নিয়ে গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নেয়। পরে স্কুল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে এলজিইডি কর্তৃপক্ষ তা বন্ধ করে দেয়। এতে করে যথা সময়ে বিদ্যালয় ভবনের নির্মাণকাজ সম্পন্ন করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। অপরদিকে, ১৬ দিন ধরে নির্মাণকাজ বন্ধ থাকায় রডে মরিচা ধরেছে।
৪৫ নম্বর গালুয়া দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহসিন খান ও ম্যানেজিং কমিটির সহসভাপতি জাকির হোসেন অভিযোগ করে বলেন, এলজিইডির অর্থায়নে ৯৯ লাখ টাকা ব্যয়ে ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স ২০২০ সালের মে মাসে নির্মাণকাজ শুরু করে। গত ২৯ জানুয়ারি দ্বিতল ভবনের ছাদ ঢালাইয়ের প্রস্তুতি নিয়ে কাজের মান নিয়ে সন্দেহ হয়। বিষয়টি বরিশাল এলজিইডি কর্তৃপক্ষকে অবহিত করা হলে নির্বাহী প্রকৌশলী জাকারিয়া ঘটনাস্থল পরিদর্শন আসেন। তিনি এসে দেখেন ৮ মিলি, ৪ মিলি ও নুড়ি পাথর দেওয়ার কথা থাকলেও তা না দিয়ে নিম্নমানের বড় পাথর ও ২০ মিলি রডের পরিবর্তে ১৬ মিলি এবং ১২ মিলির পরিবর্তে ১০ মিলি দিয়ে ৬ ইঞ্চি ফাঁকা রাখার জায়গায় সাড়ে ৮ ইঞ্চি দিয়ে ঢালায়ের প্রস্তুতি নিচ্ছে। তাই দেখে কাজ বন্ধ করে দেওয়া হয়।
এ বিষয়ে ঠিকাদার শিমুল হোসেন বলেন, যথাযথ নিয়মানুযায়ী কাজ করা হচ্ছে। তবে পাথর, রড ও কাঠের কিছু সমস্যার বিষয়ের কর্তৃপক্ষ জানালে তা পরিবর্তন ও সকল সমস্যার সমাধান করা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত কারণে কিছুদিন কাজ বন্ধ রয়েছে। খুব দ্রুতই যথাযথভাবে কাজ শুরু করা হবে।
উপজেলা এলজিইডির প্রকৌশলী গোলাম মোস্তফা বলেন, বিদ্যালয় ভবনের নির্মাণকাজে সামান্য কিছু ত্রুটি ধরা পড়লে তা ঠিকাদার সমাধান করেছেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হয়েছে। এখন তাঁদের অনুমতি পেলে দ্রুতই কাজ সম্পন্ন করা হবে।
এলজিইডির বরিশাল বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী নুরুল হুদা বলেন, মূলত ছাদ ঢালাইয়ের সময় কোনো প্রকৌশলী উপস্থিত না থাকার বিষয়টি স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পেরে বরিশালের নির্বাহী প্রকৌশলী ওই স্কুলে যান। সেখান গিয়ে পাথর ও রডের কিছু অনিয়ম ধরা পড়ায় কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।
প্রকৌশলী আরও বলেন, যথাযথ নিয়মে ভবন নির্মাণ সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৭ মিনিট আগেরাষ্ট্রবিজ্ঞানী রওনক জাহান বলেছেন, ‘আমরা আর স্বৈরাচার চাই না, তবে যেসব স্বৈরাচার তৈরি হয়েছে, তারা আইন ভঙ্গ করে কিংবা আইন বাদ দিয়ে তৈরি হয়েছে। এখন রাষ্ট্র সংস্কারের কথা আসছে। রাষ্ট্র সংস্কারের আগে রাজনীতির সংস্কার হওয়া দরকার।’
১৫ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে ওমর আলী নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার রাতে উপজেলার তারাব পৌরসভার নোয়াপাড়া এলাকায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগেনেত্রকোনার কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান ভূইয়াকে (৫০) ময়মনসিংহের কোতোয়ালী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন স্বদেশ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে