বরগুনা প্রতিনিধি
বরগুনায় ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা-কর্মীদের বেধড়ক লাঠিপেটা ও এমপির সঙ্গে উদ্ধত আচরণের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়াও পাঁচ পুলিশ সদস্যকে সতর্ক করার কথা বলা হয়েছে।
আজ সোমবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিআইজি আক্তারুজ্জামান জানান, ঘটনার দিন (১৫ আগস্ট) সোমবার রাত ১০টার দিকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জিয়াউল হক পিপিএমকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলে ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও সুদীপ্ত সরকার পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল। কমিটিতে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ ছাড়াও বুধবার (১৭ আগস্ট) তিনি নিজেও (ডিআইজি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিআইজি জানান, তদন্ত প্রতিবেদনে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, একজন ইন্সপেক্টর, তিনজন উপপরিদর্শক (এসআই), সাতজন কনস্টেবলসহ মোট ১২ পুলিশ সদস্যর বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে। এ ছাড়াও আরও ৫ পুলিশ সদস্যকে সতর্ক করার জন্য বরগুনা জেলা পুলিশ সুপারকে বলা হয়েছে। মহরম আলী ছাড়া বাকি পুলিশ সদস্যদের নাম গণমাধ্যমকে জানাতে রাজি হননি ডিআইজি আক্তারুজ্জামান।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট দুপুরে বরগুনার শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের দুই গ্রুপের ইট পাটকেল নিক্ষেপের সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। এতে অন্তত ২শ ছাত্রলীগ নেতা-কর্মী আহত হন। সেখানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটার কারণ জানতে চজাইলে এমপি শম্ভুর সঙ্গে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বাগ্বিতণ্ডা করেন এবং তাঁর সামনেই জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লার ভাই জসীম মোল্লাকে পিটিয়ে আটক করে নিয়ে যান। ঘটনার দিন রাত ১০টা দিকে এমপি শম্ভু বরগুনা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রত্যাহার ও চাকরিচ্যুতি এবং অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরদিন ১৬ আগস্ট সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। এতে মহরমের চাকরিচ্যুতি ও বিচার দাবি করে কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে ১৭ আগস্ট বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান পরিদর্শনের জন্য বরগুনায় আসেন এবং ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস দেন।
বরগুনায় ১৫ আগস্ট শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ নেতা-কর্মীদের বেধড়ক লাঠিপেটা ও এমপির সঙ্গে উদ্ধত আচরণের ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীসহ ১২ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করেছে তদন্ত কমিটি। এ ছাড়াও পাঁচ পুলিশ সদস্যকে সতর্ক করার কথা বলা হয়েছে।
আজ সোমবার দুপুরে বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিআইজি আক্তারুজ্জামান জানান, ঘটনার দিন (১৫ আগস্ট) সোমবার রাত ১০টার দিকে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. জিয়াউল হক পিপিএমকে প্রধান করে তিন সদস্যর তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলে ডিআইজি অফিসের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান ও সুদীপ্ত সরকার পিপিএম অতিরিক্ত পুলিশ সুপার বাকেরগঞ্জ সার্কেল। কমিটিতে তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়। এ ছাড়াও বুধবার (১৭ আগস্ট) তিনি নিজেও (ডিআইজি) ঘটনাস্থল পরিদর্শন করেন।
ডিআইজি জানান, তদন্ত প্রতিবেদনে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী, একজন ইন্সপেক্টর, তিনজন উপপরিদর্শক (এসআই), সাতজন কনস্টেবলসহ মোট ১২ পুলিশ সদস্যর বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে। এ ছাড়াও আরও ৫ পুলিশ সদস্যকে সতর্ক করার জন্য বরগুনা জেলা পুলিশ সুপারকে বলা হয়েছে। মহরম আলী ছাড়া বাকি পুলিশ সদস্যদের নাম গণমাধ্যমকে জানাতে রাজি হননি ডিআইজি আক্তারুজ্জামান।
প্রসঙ্গত, গত ১৫ আগস্ট দুপুরে বরগুনার শিল্পকলা একাডেমিতে ছাত্রলীগের দুই গ্রুপের ইট পাটকেল নিক্ষেপের সময় পুলিশ বেধড়ক লাঠিপেটা করে। এতে অন্তত ২শ ছাত্রলীগ নেতা-কর্মী আহত হন। সেখানে বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু উপস্থিত ছিলেন। ছাত্রলীগ নেতা-কর্মীদের লাঠিপেটার কারণ জানতে চজাইলে এমপি শম্ভুর সঙ্গে বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলী বাগ্বিতণ্ডা করেন এবং তাঁর সামনেই জেলা ছাত্রলীগের সহসভাপতি সবুজ মোল্লার ভাই জসীম মোল্লাকে পিটিয়ে আটক করে নিয়ে যান। ঘটনার দিন রাত ১০টা দিকে এমপি শম্ভু বরগুনা প্রেসক্লাবে এক অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মহরম আলীকে প্রত্যাহার ও চাকরিচ্যুতি এবং অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। পরদিন ১৬ আগস্ট সন্ধ্যায় এ ঘটনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে জেলা আওয়ামী লীগ। এতে মহরমের চাকরিচ্যুতি ও বিচার দাবি করে কুশপুত্তলিকা দাহ করা হয়। পরে ১৭ আগস্ট বরিশাল রেঞ্জের ডিআইজি এসএম আক্তারুজ্জামান পরিদর্শনের জন্য বরগুনায় আসেন এবং ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচারের আশ্বাস দেন।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে গত মাসে দুই জাহাজে আগুনের পেছনে কোনো নাশকতার প্রমাণ পাওয়া যায়নি। তবে জাহাজ দুটির ক্রুদের অদক্ষতা, অবহেলা ও যথাযথ প্রস্তুতির অভাবের কথা উল্লেখ করেছে তদন্ত কমিটি।
৩৪ মিনিট আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিংয়ের অভিযোগে লালন শাহ হলের ৫ শিক্ষার্থীকে থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদের র্যাগিংয়ের সময় হাতেনাতে ধরে লালন শাহ হলের আবাসিক শিক্ষার্থীরা।
৪৩ মিনিট আগেদখল করা জায়গায় ভবন নির্মাণ করেছে রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগের সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হকের প্রতিষ্ঠান এনা প্রপার্টিজ। এখন ওই ভবন জেলা ও মহানগর বিএনপির কার্যালয় করতে ‘ভাড়া’ দেওয়া হচ্ছে। ইতিমধ্যে ওই ভবনে বিএনপির পক্ষ থেকে সাইনবোর্ডও টাঙানো হয়েছে। এখন পুরোদমে শুরু হয়েছে সাজসজ্জার কাজ।
১ ঘণ্টা আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক-কর্মকর্তাদের পূর্বতন চাকরিকাল গণনাসংক্রান্ত কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে ড. কলিমুল্লাহর নেতৃত্বাধীন কমিটি বিলুপ্ত করে পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে।
১ ঘণ্টা আগে