সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে ধর্ষণের মামলায় মহিন উদ্দিন (৩২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারী (৩০) বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন। পরে রাতেই মহিনকে গ্রেপ্তার করা হয়। মহিন উদ্দিনের দাবি, ওই নারী তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ও বিবাহিত স্ত্রী।
মহিন উদ্দিন উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের ব্যক্তিগত গাড়িচালক। তাঁর বাড়ি ইউনিয়নের চরখোয়াজ গ্রামে। শুক্রবার রাতে মামলা হওয়ার পর মহিন উদ্দিনকে রাতেই মেয়র খোকন পুলিশে সোপর্দ করেন।
জানা গেছে, সোনাগাজী পৌরসভার বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর ১২ বছর আগে কোম্পানীগঞ্জের এক ছেলের সঙ্গে বিয়ে হয়। তাঁর স্বামী যুক্তরাষ্ট্রের নাগরিক। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং সে দেশের নাগরিকত্ব লাভ করেন। তাঁদের ছয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত মহিন উদ্দিনও বিবাহিত। তাঁর দুটি সন্তান রয়েছে।
বিয়ের কাবিননামা ও নোটারি পাবলিক কার্যালয়ের অ্যাফিডেভিটের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ৮ জুলাই মহিন উদ্দিন ওই নারীকে দ্বিতীয় বিয়ে করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৭ জুলাই সন্তান নিয়ে দেশে ফেরার পর ফেনীতে বোনের বাড়িতে ওঠেন ওই নারী। পরদিন চিকিৎসকের কাছে যাওয়ার জন্য ট্রাংক রোডে পৌঁছালে মহিন উদ্দিন কথা আছে বলে তাঁকে পাশের গলিতে নিয়ে যান। এ সময় আরও কয়েকজন তাঁর সঙ্গে ছিল। তাঁরা ছুরির ভয় দেখিয়ে একটি বাসায় নিয়ে যান তাঁকে। এ সময় এক ব্যক্তি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন। রাজি না হলে তাঁরা মেয়েসহ তাঁকে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে তিনি স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য হন। পরে বাসায় ফিরে তিনি বোনকে ঘটনা জানান।
থানায় করা অভিযোগে বলা হয়, ১৪ জুলাই আমেরিকান গ্রিন কার্ড ও পাসপোর্ট ফটোকপি করার জন্য কোর্ট বিল্ডিংয়ের সামনের রাস্তায় অপেক্ষা করছিলেন। এ সময় মহিন ও তাঁর দুই সহযোগী মেয়েসহ তাঁকে জোর করে প্রাইভেট কারে তুলে ফেনীর দিকে নিয়ে যেতে থাকেন। এ সময় তিনি চিৎকার করলে নাকে স্প্রে করলে অজ্ঞান হয়ে যান। পরে ফেনীর একটি বাসায় নিয়ে তাঁদের আটকে রাখা হয়। তিন দিন আটকে রেখে মহিন উদ্দিন তাঁকে একাধিকবার ধর্ষণ করেন এবং নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেসব ছবি ও ভিডিও তাঁর ভাই ও যুক্তরাষ্ট্রে অবস্থান করা স্বামীর কাছে পাঠান। একপর্যায়ে পা ধরে কান্নাকাটি করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তবে যুবলীগ নেতা মহিন উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরও সম্পর্ক অব্যাহত থাকে। স্বামী তাঁকে নির্যাতন করে বলে মোবাইল ফোনে কান্নাকাটি করেন। পরে স্বামীকে তালাক দিয়ে তাঁকে বিয়ের আশ্বাস দেন। এর মধ্যে তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য তিনি কয়েক দফায় ১৭ লাখ টাকা দেন।
মহিন উদ্দিন আরও বলেন, গত বছরের আগস্টে নোটারি পাবলিক ও চরহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে স্বামীকে তালাক দেন তিনি। ৮ জুলাই তাঁরা অ্যাফিডেভিটের মাধ্যমে কাবিনসহ বিয়ে করেন। এ সময় প্রমাণ হিসেবে গণমাধ্যমকর্মীদের কাছে কাবিননামা, নোটারি পাবলিকের অ্যাফিডেভিট ও স্বামীকে দেওয়া তালাকের ফটোকপি দেখান।
মহিন উদ্দিন বলেন, বিষয়টি সম্প্রতি জানাজানি হলে ওই নারীর সাবেক স্বামী ও দুই ভাই তাঁকে জিম্মি করেন। স্বামী ও ভাইদের চাপে বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়্যান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত মহিন উদ্দিনকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে শারীরিক পরীক্ষা শেষে মামলার বাদীকে জবানবন্দি রেকর্ড করার জন্য ফেনীর আদালতে পাঠানো হয়েছে।
ফেনীর সোনাগাজীতে ধর্ষণের মামলায় মহিন উদ্দিন (৩২) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে তাঁকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে গত শুক্রবার রাতে যুক্তরাষ্ট্রপ্রবাসী এক নারী (৩০) বাদী হয়ে সোনাগাজী মডেল থানায় মামলাটি করেন। পরে রাতেই মহিনকে গ্রেপ্তার করা হয়। মহিন উদ্দিনের দাবি, ওই নারী তাঁর দীর্ঘদিনের প্রেমিকা ও বিবাহিত স্ত্রী।
মহিন উদ্দিন উপজেলা সদর ইউনিয়ন যুবলীগের সহসভাপতি এবং সোনাগাজী পৌর মেয়র রফিকুল ইসলাম খোকনের ব্যক্তিগত গাড়িচালক। তাঁর বাড়ি ইউনিয়নের চরখোয়াজ গ্রামে। শুক্রবার রাতে মামলা হওয়ার পর মহিন উদ্দিনকে রাতেই মেয়র খোকন পুলিশে সোপর্দ করেন।
জানা গেছে, সোনাগাজী পৌরসভার বাসিন্দা এবং যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর ১২ বছর আগে কোম্পানীগঞ্জের এক ছেলের সঙ্গে বিয়ে হয়। তাঁর স্বামী যুক্তরাষ্ট্রের নাগরিক। বিয়ের পর স্বামীর সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রে চলে যান এবং সে দেশের নাগরিকত্ব লাভ করেন। তাঁদের ছয় বছরের একটি কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত মহিন উদ্দিনও বিবাহিত। তাঁর দুটি সন্তান রয়েছে।
বিয়ের কাবিননামা ও নোটারি পাবলিক কার্যালয়ের অ্যাফিডেভিটের কাগজপত্র পর্যালোচনা করে দেখা যায়, ৮ জুলাই মহিন উদ্দিন ওই নারীকে দ্বিতীয় বিয়ে করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ৭ জুলাই সন্তান নিয়ে দেশে ফেরার পর ফেনীতে বোনের বাড়িতে ওঠেন ওই নারী। পরদিন চিকিৎসকের কাছে যাওয়ার জন্য ট্রাংক রোডে পৌঁছালে মহিন উদ্দিন কথা আছে বলে তাঁকে পাশের গলিতে নিয়ে যান। এ সময় আরও কয়েকজন তাঁর সঙ্গে ছিল। তাঁরা ছুরির ভয় দেখিয়ে একটি বাসায় নিয়ে যান তাঁকে। এ সময় এক ব্যক্তি নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে কয়েকটি স্ট্যাম্পে স্বাক্ষর করতে বলেন। রাজি না হলে তাঁরা মেয়েসহ তাঁকে হত্যার হুমকি দেন। প্রাণভয়ে তিনি স্ট্যাম্পে স্বাক্ষর করতে বাধ্য হন। পরে বাসায় ফিরে তিনি বোনকে ঘটনা জানান।
থানায় করা অভিযোগে বলা হয়, ১৪ জুলাই আমেরিকান গ্রিন কার্ড ও পাসপোর্ট ফটোকপি করার জন্য কোর্ট বিল্ডিংয়ের সামনের রাস্তায় অপেক্ষা করছিলেন। এ সময় মহিন ও তাঁর দুই সহযোগী মেয়েসহ তাঁকে জোর করে প্রাইভেট কারে তুলে ফেনীর দিকে নিয়ে যেতে থাকেন। এ সময় তিনি চিৎকার করলে নাকে স্প্রে করলে অজ্ঞান হয়ে যান। পরে ফেনীর একটি বাসায় নিয়ে তাঁদের আটকে রাখা হয়। তিন দিন আটকে রেখে মহিন উদ্দিন তাঁকে একাধিকবার ধর্ষণ করেন এবং নগ্ন ছবি ও ভিডিও ধারণ করেন। পরে সেসব ছবি ও ভিডিও তাঁর ভাই ও যুক্তরাষ্ট্রে অবস্থান করা স্বামীর কাছে পাঠান। একপর্যায়ে পা ধরে কান্নাকাটি করলে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
তবে যুবলীগ নেতা মহিন উদ্দিন এসব অভিযোগ অস্বীকার করে বলেন, ওই নারীর সঙ্গে তাঁর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। তিনি যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার পরও সম্পর্ক অব্যাহত থাকে। স্বামী তাঁকে নির্যাতন করে বলে মোবাইল ফোনে কান্নাকাটি করেন। পরে স্বামীকে তালাক দিয়ে তাঁকে বিয়ের আশ্বাস দেন। এর মধ্যে তাঁকে যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়ার জন্য তিনি কয়েক দফায় ১৭ লাখ টাকা দেন।
মহিন উদ্দিন আরও বলেন, গত বছরের আগস্টে নোটারি পাবলিক ও চরহাজারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের মাধ্যমে স্বামীকে তালাক দেন তিনি। ৮ জুলাই তাঁরা অ্যাফিডেভিটের মাধ্যমে কাবিনসহ বিয়ে করেন। এ সময় প্রমাণ হিসেবে গণমাধ্যমকর্মীদের কাছে কাবিননামা, নোটারি পাবলিকের অ্যাফিডেভিট ও স্বামীকে দেওয়া তালাকের ফটোকপি দেখান।
মহিন উদ্দিন বলেন, বিষয়টি সম্প্রতি জানাজানি হলে ওই নারীর সাবেক স্বামী ও দুই ভাই তাঁকে জিম্মি করেন। স্বামী ও ভাইদের চাপে বাধ্য হয়ে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ হোসেন দাইয়্যান আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত মহিন উদ্দিনকে গতকাল দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদিকে শারীরিক পরীক্ষা শেষে মামলার বাদীকে জবানবন্দি রেকর্ড করার জন্য ফেনীর আদালতে পাঠানো হয়েছে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৫ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৫ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৬ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৬ ঘণ্টা আগে