রজত রায়
ঢাকা: বৃষ্টির মিছিল না হলেও দিনটি ঠিক আসে, ঘুরেফিরেই আসে প্রতিবছর। ২৫ বৈশাখ, বাংলা মাসের হিসেবে। এই এক জায়গায় বাঙালি এক হয়ে গ্রহণ করেছে বাংলা তারিখ। বৈশাখ এমনিতে নির্জনতার মাস। রৌদ্রতাপে নৈঃশব্দ তৈরি হয় এ মাসে। এই নির্জনতাময় মাসেই জন্মেছিলেন বাংলাভাষার সরবতম কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আজ থেকে ১৬০ বছর আগে, ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে।
বাংলা ভাষা, সাহিত্য আর রবীন্দ্রনাথ —এই তিনে মিলেমিশে একাকার। তাই এই তারিখটি এক ভিন্নমাত্রা তৈরি করেছে বাঙালির জীবনে! ‘রবীন্দ্র উদ্যাপনে’ বাঙালি ভুল করে ঔপনিবেশিকতায় মজে আন্তর্জাতিক হওয়ার প্রাণান্ত চেষ্টায় ইংরেজি মাস ও তারিখ গ্রহণ করেনি।
বাংলা বৈশাখ মাসের নাম এসেছে বিশাখা নক্ষত্র থেকে। ‘বিশাখা’ শব্দটির অর্থ গুরুতর, স্বাভাবিক, বন্ধুত্বপূর্ণ, উদার, আনন্দদায়ক, সৃ, মনোযোগী, ভাগ্যবান, সক্রিয়, আধুনিক, অস্থির, উপযুক্ত। বিশাখার প্রভাবে জন্মগ্রহণ করা মানুষেরা নাকি আলোকিত করেন তাঁদের চারপাশ। উদাহরণ হিসেবে বলা হয়ে থাকে গৌতম বুদ্ধের কথা, ভগৎ সিংয়ের কথা কিংবা নেলসন ম্যান্ডেলার কথা। প্রকৃতির সে সূত্র ধরেই ১৬০ বছর আগে বাংলায় জন্ম নেওয়া আশ্চর্য মানুষ রবীন্দ্রনাথ ‘উদ্যাপিত’ হয়ে থাকেন বাঙালির হৃদয়মন্দিরে।
জমিদার নন্দন রবীন্দ্রনাথের ‘সুগার কোটেড’ জীবন যে বারবার এলোমেলো হয়েছে এবং সেটাকে তিনি সামলে নিয়েছেন দক্ষ হাতে; তা হয়তো বিশাখা নক্ষত্রের প্রভাবেই। বেঁচে থাকতে ‘দ্বারাপুত্রপরিবার’ হারানোর যে বিপুল মানসিক কষ্ট তিনি সামলে নিতে পেরেছিলেন, সেটাও হয়তো সম্ভব হয়েছে বিশাখা নক্ষত্রের মহাজাগতিক প্রভাবের কারণে। সেসব আমরা জানি না। কিন্তু তাঁর জন্মক্ষণের প্রভাব তিনি পেয়েছিলেন পুরো জীবনেই।
বাংলা ভাষা ও রবীন্দ্র সাহিত্য নিয়ে নতুন করে বলবার কিছু নেই। সেসব নিয়ে টনের পর টন কাগজে লেখা হয়েছে, খণ্ডের পর খণ্ড রচিত হয়েছে বই— বিদগ্ধ মানুষদের হাতে। আমরা বরং এই ২৫ বৈশাখে থাকি ‘নিজের রবীন্দ্রনাথ’ নিয়ে। যে রবীন্দ্রনাথ জীবন ঘষে আমাদের শেখান, জীবন একটাই এবং মানুষ একলা। কেউ ডাক না শুনলে একলা চল। জগতে নিরন্তর লিখিত হতে থাকা মহাপুরাণের কোথাও না কোথাও আমাদের গল্প লিখে রাখা থাকবে।
ঢাকা: বৃষ্টির মিছিল না হলেও দিনটি ঠিক আসে, ঘুরেফিরেই আসে প্রতিবছর। ২৫ বৈশাখ, বাংলা মাসের হিসেবে। এই এক জায়গায় বাঙালি এক হয়ে গ্রহণ করেছে বাংলা তারিখ। বৈশাখ এমনিতে নির্জনতার মাস। রৌদ্রতাপে নৈঃশব্দ তৈরি হয় এ মাসে। এই নির্জনতাময় মাসেই জন্মেছিলেন বাংলাভাষার সরবতম কবি রবীন্দ্রনাথ ঠাকুর, আজ থেকে ১৬০ বছর আগে, ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে।
বাংলা ভাষা, সাহিত্য আর রবীন্দ্রনাথ —এই তিনে মিলেমিশে একাকার। তাই এই তারিখটি এক ভিন্নমাত্রা তৈরি করেছে বাঙালির জীবনে! ‘রবীন্দ্র উদ্যাপনে’ বাঙালি ভুল করে ঔপনিবেশিকতায় মজে আন্তর্জাতিক হওয়ার প্রাণান্ত চেষ্টায় ইংরেজি মাস ও তারিখ গ্রহণ করেনি।
বাংলা বৈশাখ মাসের নাম এসেছে বিশাখা নক্ষত্র থেকে। ‘বিশাখা’ শব্দটির অর্থ গুরুতর, স্বাভাবিক, বন্ধুত্বপূর্ণ, উদার, আনন্দদায়ক, সৃ, মনোযোগী, ভাগ্যবান, সক্রিয়, আধুনিক, অস্থির, উপযুক্ত। বিশাখার প্রভাবে জন্মগ্রহণ করা মানুষেরা নাকি আলোকিত করেন তাঁদের চারপাশ। উদাহরণ হিসেবে বলা হয়ে থাকে গৌতম বুদ্ধের কথা, ভগৎ সিংয়ের কথা কিংবা নেলসন ম্যান্ডেলার কথা। প্রকৃতির সে সূত্র ধরেই ১৬০ বছর আগে বাংলায় জন্ম নেওয়া আশ্চর্য মানুষ রবীন্দ্রনাথ ‘উদ্যাপিত’ হয়ে থাকেন বাঙালির হৃদয়মন্দিরে।
জমিদার নন্দন রবীন্দ্রনাথের ‘সুগার কোটেড’ জীবন যে বারবার এলোমেলো হয়েছে এবং সেটাকে তিনি সামলে নিয়েছেন দক্ষ হাতে; তা হয়তো বিশাখা নক্ষত্রের প্রভাবেই। বেঁচে থাকতে ‘দ্বারাপুত্রপরিবার’ হারানোর যে বিপুল মানসিক কষ্ট তিনি সামলে নিতে পেরেছিলেন, সেটাও হয়তো সম্ভব হয়েছে বিশাখা নক্ষত্রের মহাজাগতিক প্রভাবের কারণে। সেসব আমরা জানি না। কিন্তু তাঁর জন্মক্ষণের প্রভাব তিনি পেয়েছিলেন পুরো জীবনেই।
বাংলা ভাষা ও রবীন্দ্র সাহিত্য নিয়ে নতুন করে বলবার কিছু নেই। সেসব নিয়ে টনের পর টন কাগজে লেখা হয়েছে, খণ্ডের পর খণ্ড রচিত হয়েছে বই— বিদগ্ধ মানুষদের হাতে। আমরা বরং এই ২৫ বৈশাখে থাকি ‘নিজের রবীন্দ্রনাথ’ নিয়ে। যে রবীন্দ্রনাথ জীবন ঘষে আমাদের শেখান, জীবন একটাই এবং মানুষ একলা। কেউ ডাক না শুনলে একলা চল। জগতে নিরন্তর লিখিত হতে থাকা মহাপুরাণের কোথাও না কোথাও আমাদের গল্প লিখে রাখা থাকবে।
রাজধানীর উত্তরায় ‘চোর পেটানোকে’ কেন্দ্র করে এলাকাবাসী ও সাপ্পরো ডেন্টাল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন। এ সময় কলেজ হোস্টেলে ভাঙচুরের ঘটনা ঘটে। উত্তরা ৯ নম্বর সেক্টরের ৭ /সি নম্বর সড়কের হোস্টেল এলাকায় শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত সংঘর্ষ
৬ ঘণ্টা আগেপালানোর সময় বিমানবন্দরে গ্রেপ্তার হয়েছেন বেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসান। শনিবার (১৬ নভেম্বর) রাতে ইমিগ্রেশন পুলিশ তাঁকে বিমানবন্দর থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
৭ ঘণ্টা আগেজধানীর হাজারীবাগে সাইকেল চোর ধরতে গিয়ে খুন হয় কিশোর সাহাদাৎ হোসেন শান্ত। হত্যার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে হাজারীবাগ থানা-পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. শুকুর আলী (২২), মো. সিয়াম (২০) ও মো. শাকিল হোসেন (২৩)। তাঁদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো একটি চাকু উদ্ধার করা হয়েছে
৭ ঘণ্টা আগেবেসরকারি টেলিভিশন দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আরিফ হাসানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাঁকে মিন্টো রোডের ডিবি কার্যালয় নেওয়া হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) রাতে ডিবির একটি টিম তাঁকে নিজ বাসা থেকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত হওয়া গেছে
৮ ঘণ্টা আগে