আজকের পত্রিকা ডেস্ক
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের সেই ঘটনাটা কখনোই ভোলেননি অজিত রায়। এর আগে অবশ্য বলে নিতে হবে ২৫ মার্চের কথা। ধানমন্ডির ওয়েস্ট এন্ড স্ট্রিটে ছোট এক বাড়িতে তখন থাকতেন তিনি। সেদিনও শহীদ মিনারে ছিল অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে আশরাফুল আলমসহ ফিরলেন বাড়ি। কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল গোলাগুলি—অপারেশন সার্চলাইট। দেশে থাকা নিরাপদ নয়। এখানে-সেখানে লুকিয়ে থাকতেন। এরপর মুক্তিযোদ্ধাদের একটি দলের সঙ্গে যোগাযোগ হলে তাঁদের সঙ্গেই পাড়ি জমালেন আগরতলা। এরপর বিমানে কলকাতা। স্বাধীন বাংলা বেতারে যোগদান। মুক্তিযোদ্ধারা লড়ছেন রণাঙ্গনে, তাঁদের মনে প্রেরণা জাগানো, সাহস সঞ্চার করার কাজ করে চলেছেন তাঁরা।
একাত্তরে যুদ্ধের সময় ঈদ এসেছিল একটাই। ঈদের দিন শহীদুল ইসলামের লেখা একটি গানে সুর করেছিলেন অজিত রায়। গানটি গেয়েছিলেন রূপা ফরহাদ। গানটির প্রথম পঙ্ক্তিগুলো ছিল এমন:
চাঁদ তুমি ফিরে যাও
দেখ মানুষের খুনে খুনে রক্তিম বাংলা
রূপালী আঁচল কোথায় রাখবে বলো।
গানে গানেই মুক্তির আহ্বানে কেটে গেল অনেকগুলো দিন। এল ১৬ ডিসেম্বর। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে পারে। বেতারকেন্দ্রের সামনে দোকানে বসে চা খাচ্ছিলেন অজিত রায়। তখনই শুনলেন, ঢাকার পতন হয়েছে। বাংলাদেশ মুক্ত!
শহীদুল ইসলামই লিখেছিলেন ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটি। সুর করেছিলেন সুজেয় শ্যাম। গান গাইতে বলতেই আনন্দে লাইনে দাঁড়িয়ে গেলেন গোটা ৫০ জন। কিন্তু গান তো গাইতে হবে। তখন তাঁদের মধ্য থেকে জনা পনেরোকে নিয়ে শুরু হলো গান। কিন্তু একজনকে তো শুরুটা করতে হবে। সুজেয় শ্যাম বললেন, ‘দাদা, আপনি লিডটা ধরুন।’
অজিত রায় ধরলেন। গানটি বাজতে থাকল স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে। এরপর একের পর এক মিছিল আসতে লাগল বেতার ভবনে। সমবেত হাসি-কান্নায় সে এক নতুন অভিজ্ঞতা!
সূত্র: জাহীদ রেজা নূর, জীবন থেকে নেয়া, পৃষ্ঠা ৩১-৩২
১৯৭১ সালের ১৬ ডিসেম্বরের সেই ঘটনাটা কখনোই ভোলেননি অজিত রায়। এর আগে অবশ্য বলে নিতে হবে ২৫ মার্চের কথা। ধানমন্ডির ওয়েস্ট এন্ড স্ট্রিটে ছোট এক বাড়িতে তখন থাকতেন তিনি। সেদিনও শহীদ মিনারে ছিল অনুষ্ঠান। অনুষ্ঠান শেষে আশরাফুল আলমসহ ফিরলেন বাড়ি। কিছুক্ষণ পরই শুরু হয়ে গেল গোলাগুলি—অপারেশন সার্চলাইট। দেশে থাকা নিরাপদ নয়। এখানে-সেখানে লুকিয়ে থাকতেন। এরপর মুক্তিযোদ্ধাদের একটি দলের সঙ্গে যোগাযোগ হলে তাঁদের সঙ্গেই পাড়ি জমালেন আগরতলা। এরপর বিমানে কলকাতা। স্বাধীন বাংলা বেতারে যোগদান। মুক্তিযোদ্ধারা লড়ছেন রণাঙ্গনে, তাঁদের মনে প্রেরণা জাগানো, সাহস সঞ্চার করার কাজ করে চলেছেন তাঁরা।
একাত্তরে যুদ্ধের সময় ঈদ এসেছিল একটাই। ঈদের দিন শহীদুল ইসলামের লেখা একটি গানে সুর করেছিলেন অজিত রায়। গানটি গেয়েছিলেন রূপা ফরহাদ। গানটির প্রথম পঙ্ক্তিগুলো ছিল এমন:
চাঁদ তুমি ফিরে যাও
দেখ মানুষের খুনে খুনে রক্তিম বাংলা
রূপালী আঁচল কোথায় রাখবে বলো।
গানে গানেই মুক্তির আহ্বানে কেটে গেল অনেকগুলো দিন। এল ১৬ ডিসেম্বর। কয়েক দিন ধরেই শোনা যাচ্ছিল পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করতে পারে। বেতারকেন্দ্রের সামনে দোকানে বসে চা খাচ্ছিলেন অজিত রায়। তখনই শুনলেন, ঢাকার পতন হয়েছে। বাংলাদেশ মুক্ত!
শহীদুল ইসলামই লিখেছিলেন ‘বিজয় নিশান উড়ছে ওই’ গানটি। সুর করেছিলেন সুজেয় শ্যাম। গান গাইতে বলতেই আনন্দে লাইনে দাঁড়িয়ে গেলেন গোটা ৫০ জন। কিন্তু গান তো গাইতে হবে। তখন তাঁদের মধ্য থেকে জনা পনেরোকে নিয়ে শুরু হলো গান। কিন্তু একজনকে তো শুরুটা করতে হবে। সুজেয় শ্যাম বললেন, ‘দাদা, আপনি লিডটা ধরুন।’
অজিত রায় ধরলেন। গানটি বাজতে থাকল স্বাধীন বাংলা বেতারকেন্দ্রে। এরপর একের পর এক মিছিল আসতে লাগল বেতার ভবনে। সমবেত হাসি-কান্নায় সে এক নতুন অভিজ্ঞতা!
সূত্র: জাহীদ রেজা নূর, জীবন থেকে নেয়া, পৃষ্ঠা ৩১-৩২
তারাপদ রায় দুই বাংলার প্রতিষ্ঠিত কবি হলেও তাঁর জন্ম ও শৈশব-কৈশোরের দিনগুলো কেটেছে বাংলাদেশের টাঙ্গাইল শহরে। তিনি ১৯৩৬ সালের ১৭ নভেম্বর টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন টাঙ্গাইল জজকোর্টের আইনজীবী।
২০ ঘণ্টা আগেআধুনিক আফ্রিকান সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব চিনুয়া আচেবের জন্ম ১৯৩০ সালের ১৬ নভেম্বর নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চল ওগিদিতে। তিনি ইবাদান বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন। লেখাপড়া শেষে নাইজেরিয়ান ব্রডকাস্টিং করপোরেশনে রেডিও প্রযোজক ও এক্সটারনাল ব্রডকাস্টিংয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
২ দিন আগেবারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
৩ দিন আগেতিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক—অজিতকুমার গুহর এটাই সবচেয়ে বড় পরিচয়। নিজের জাগতিক উন্নতিকে কখনো বড় করে দেখেননি তিনি। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপহার দেওয়াই ছিল তাঁর ব্রত। তিনি সক্রিয় ছিলেন ঢাকার প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক পরিসরেও। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতির কমতি ছিল না।
৬ দিন আগে