সম্পাদকীয়
ইলা মিত্রকে শামসুর রাহমান প্রথম দেখেন কলকাতার এক অতিসাধারণ আটপৌরে ফ্ল্যাটে। রমেন মিত্র আর তিনি থাকতেন সেখানে। পাশেই থাকতেন লেখক, সাংবাদিক রণেশ দাশগুপ্ত—লেনিন স্কুলের এক কোণে ছোট্ট একটি ঘরে। সে ঘরটিকে দেখে শামসুর রাহমানের মনে হয়েছিল, এ বুঝি দস্তয়েভ্স্কির ‘নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডে’র নায়কের ভূগর্ভস্থ হতশ্রী সংকীর্ণ কামরা। রণেশ দাশগুপ্তকে শামসুর রাহমান বললেন, ‘ইলা মিত্রের সঙ্গে দেখা করতে চাই।’
খুশিমনে তাঁকে সে বাড়িতে নিয়ে গেলেন রণেশ দাশগুপ্ত। কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রকে দেখে শিহরিত হলেন শামসুর রাহমান। নাচোলের সাঁওতাল কৃষকদের ‘রাণীমাতা’র সংগ্রামী জীবন ভেসে উঠল কবির চোখে।
এরপর আরও কয়েকবার দেখা হয়েছে ইলা মিত্রের সঙ্গে। তাঁকে নিয়ে লেখালেখির ইচ্ছেও হয়েছে। তাঁর মনে পড়েছে, বহু বছর আগে প্রগতিশীল সংগ্রামী কবি গোলাম কুদ্দুস ইলা মিত্রকে নিয়ে একটি সুদীর্ঘ কবিতা লিখেছিলেন। সেখানে গোলাম কুদ্দুস ইলা মিত্রকে ‘স্তালিন নন্দিনী’ ফ্যাসিস্ট কারাগারে নিহত ‘ফুচিকের বোন’ বলে সম্বোধন করেছিলেন। মুর্তজা বশীর ইলা মিত্রকে বিষয়বস্তু করে একটি তেলচিত্র আঁকেন, তার অনুপ্রেরণা ছিল শামসুর রাহমানের কবিতা ‘তাঁর শয্যার পাশে’। ইলা মিত্রকে নিয়ে আলাউদ্দিন আল আজাদ যে গল্পটি লেখেন, তার নাম ছিল ‘কয়েকটি কমলালেবু’। গল্প লিখেছিলেন দীপেন্দ্র বন্দ্যোপাধ্যায়। দৈনিক সংবাদে পাকিস্তানি বাহিনীর আক্রমণে নিহত শহীদ সাবের ইলামিত্রকে নিয়ে লিখেছিলেন দীর্ঘ কবিতা। কিন্তু সে কবিতাটি কোথাও পাওয়া যায়নি।
শামসুর রাহমান কি ইলা মিত্রকে নিয়ে কবিতা লিখেছিলেন? তিনি বলছেন, ‘আমি আজ অবধি ইলা মিত্রকে নিয়ে কোনো কবিতা লিখিনি। যদি বেঁচে থাকি হয়তো একদিন কবিতায় তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। সম্ভবত সেই কবিতা হঠাৎ তিন-চার দিনের মধ্যে রচিত হতে পারে কিংবা তিন-চার মাস পরেও হতে পারে। কবিতার জন্মের কোনো নিশ্চয়তা নেই।’
সূত্র: শামসুর রাহমান গদ্যসংগ্রহ, পৃষ্ঠা ২৪০-২৪৪
ইলা মিত্রকে শামসুর রাহমান প্রথম দেখেন কলকাতার এক অতিসাধারণ আটপৌরে ফ্ল্যাটে। রমেন মিত্র আর তিনি থাকতেন সেখানে। পাশেই থাকতেন লেখক, সাংবাদিক রণেশ দাশগুপ্ত—লেনিন স্কুলের এক কোণে ছোট্ট একটি ঘরে। সে ঘরটিকে দেখে শামসুর রাহমানের মনে হয়েছিল, এ বুঝি দস্তয়েভ্স্কির ‘নোটস ফ্রম আন্ডারগ্রাউন্ডে’র নায়কের ভূগর্ভস্থ হতশ্রী সংকীর্ণ কামরা। রণেশ দাশগুপ্তকে শামসুর রাহমান বললেন, ‘ইলা মিত্রের সঙ্গে দেখা করতে চাই।’
খুশিমনে তাঁকে সে বাড়িতে নিয়ে গেলেন রণেশ দাশগুপ্ত। কমিউনিস্ট আন্দোলনের কিংবদন্তি নেত্রী ইলা মিত্রকে দেখে শিহরিত হলেন শামসুর রাহমান। নাচোলের সাঁওতাল কৃষকদের ‘রাণীমাতা’র সংগ্রামী জীবন ভেসে উঠল কবির চোখে।
এরপর আরও কয়েকবার দেখা হয়েছে ইলা মিত্রের সঙ্গে। তাঁকে নিয়ে লেখালেখির ইচ্ছেও হয়েছে। তাঁর মনে পড়েছে, বহু বছর আগে প্রগতিশীল সংগ্রামী কবি গোলাম কুদ্দুস ইলা মিত্রকে নিয়ে একটি সুদীর্ঘ কবিতা লিখেছিলেন। সেখানে গোলাম কুদ্দুস ইলা মিত্রকে ‘স্তালিন নন্দিনী’ ফ্যাসিস্ট কারাগারে নিহত ‘ফুচিকের বোন’ বলে সম্বোধন করেছিলেন। মুর্তজা বশীর ইলা মিত্রকে বিষয়বস্তু করে একটি তেলচিত্র আঁকেন, তার অনুপ্রেরণা ছিল শামসুর রাহমানের কবিতা ‘তাঁর শয্যার পাশে’। ইলা মিত্রকে নিয়ে আলাউদ্দিন আল আজাদ যে গল্পটি লেখেন, তার নাম ছিল ‘কয়েকটি কমলালেবু’। গল্প লিখেছিলেন দীপেন্দ্র বন্দ্যোপাধ্যায়। দৈনিক সংবাদে পাকিস্তানি বাহিনীর আক্রমণে নিহত শহীদ সাবের ইলামিত্রকে নিয়ে লিখেছিলেন দীর্ঘ কবিতা। কিন্তু সে কবিতাটি কোথাও পাওয়া যায়নি।
শামসুর রাহমান কি ইলা মিত্রকে নিয়ে কবিতা লিখেছিলেন? তিনি বলছেন, ‘আমি আজ অবধি ইলা মিত্রকে নিয়ে কোনো কবিতা লিখিনি। যদি বেঁচে থাকি হয়তো একদিন কবিতায় তাঁকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করব। সম্ভবত সেই কবিতা হঠাৎ তিন-চার দিনের মধ্যে রচিত হতে পারে কিংবা তিন-চার মাস পরেও হতে পারে। কবিতার জন্মের কোনো নিশ্চয়তা নেই।’
সূত্র: শামসুর রাহমান গদ্যসংগ্রহ, পৃষ্ঠা ২৪০-২৪৪
আধুনিক আফ্রিকান সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব চিনুয়া আচেবের জন্ম ১৯৩০ সালের ১৬ নভেম্বর নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চল ওগিদিতে। তিনি ইবাদান বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন। লেখাপড়া শেষে নাইজেরিয়ান ব্রডকাস্টিং করপোরেশনে রেডিও প্রযোজক ও এক্সটারনাল ব্রডকাস্টিংয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
১ দিন আগেবারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
২ দিন আগেতিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক—অজিতকুমার গুহর এটাই সবচেয়ে বড় পরিচয়। নিজের জাগতিক উন্নতিকে কখনো বড় করে দেখেননি তিনি। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপহার দেওয়াই ছিল তাঁর ব্রত। তিনি সক্রিয় ছিলেন ঢাকার প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক পরিসরেও। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতির কমতি ছিল না।
৫ দিন আগেআব্দুল করিম খাঁ ছিলেন হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতের অন্যতম কিংবদন্তি। কিরানা ঘরানারও তিনি কিংবদন্তি ছিলেন। তাঁর সম্পর্কে প্রচলিত—তিনি গান গাওয়ার সময় এমনভাবে ধ্যানমগ্ন হয়ে যেতেন যে, শ্রোতারাও সেই সুরের মায়াজালে আচ্ছন্ন হয়ে পড়তেন।
৬ দিন আগে