সম্পাদকীয়
হাসান আজিজুল হককে আমরা সেরা কথাসাহিত্যিকদের একজন হিসেবেই জানি। ষাটের দশকে ছোটগল্প দিয়ে যে সুনাম তিনি অর্জন করেছিলেন, তা আজও বজায় আছে। তবে শুধু সাহিত্য নয়, রাজনীতিতেও জড়িয়েছিলেন ‘আগুনপাখি’ উপন্যাসের এই জনক।
অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের যবগ্রামে ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক। অনেক শিক্ষার্থী যেমন স্কুল বা কলেজ পাসের পর বাড়ি থেকে দূরে তুলনামূলক ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যায়, তেমনি হাসান আজিজুল হকও গিয়েছিলেন। যবগ্রাম থেকে খুলনা তাঁর কাছে খুব বেশি দূরে মনে হয়নি অবশ্য। তাই স্কুল পাসের পর ১৯৫৪ সালে তিনি খুলনায় চলে আসেন। দৌলতপুরের ব্রজলাল কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শনে সম্মানসহ স্নাতক ডিগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পিএইচডি করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়, কিন্তু প্রবাস জীবন মোটেও পছন্দ হলো না তাঁর। পড়া শেষ না করেই ফিরে এসেছিলেন।
১৯৬০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত রাজশাহী সিটি কলেজ, সিরাজগঞ্জ কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ এবং সরকারি ব্রজলাল কলেজে অধ্যাপনা করেছেন তিনি। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর অধ্যাপনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। তিনি ২০১৪ সালে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি নির্বাচিত হন।
২০২১ সালের ১৫ নভেম্বর হাসান আজিজুল হক পরপারে পাড়ি জমান। জীবদ্দশায় তিনি পাঠককে উপহার দিয়ে গেছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, শিশুসাহিত্য, স্মৃতিকথা, আত্মজীবনীমূলক গ্রন্থসহ সম্পাদিত গ্রন্থ। তাঁর পাঠকপ্রিয় গল্পের মধ্যে ‘আত্মজা ও একটি করবীগাছ’-এর নাম না নিলেই নয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারের মতো অর্জন আছে তাঁর ঝুলিতে।
গদ্যকে সাবলীল করতে সচেতন ছিলেন তিনি। বলেছিলেন, ‘ভাষা হচ্ছে নদীর তীব্র স্রোতের মতো, ভেতর থেকে বদলে যাবে।...এ হচ্ছে জীবনের রসায়ন, যন্ত্রের ফ্যাক্টরি নয়।’ কী ঋণীই না করে গেলেন বাংলা সাহিত্যকে!
হাসান আজিজুল হককে আমরা সেরা কথাসাহিত্যিকদের একজন হিসেবেই জানি। ষাটের দশকে ছোটগল্প দিয়ে যে সুনাম তিনি অর্জন করেছিলেন, তা আজও বজায় আছে। তবে শুধু সাহিত্য নয়, রাজনীতিতেও জড়িয়েছিলেন ‘আগুনপাখি’ উপন্যাসের এই জনক।
অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের যবগ্রামে ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন হাসান আজিজুল হক। অনেক শিক্ষার্থী যেমন স্কুল বা কলেজ পাসের পর বাড়ি থেকে দূরে তুলনামূলক ভালো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তে যায়, তেমনি হাসান আজিজুল হকও গিয়েছিলেন। যবগ্রাম থেকে খুলনা তাঁর কাছে খুব বেশি দূরে মনে হয়নি অবশ্য। তাই স্কুল পাসের পর ১৯৫৪ সালে তিনি খুলনায় চলে আসেন। দৌলতপুরের ব্রজলাল কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করেন। রাজশাহী সরকারি কলেজ থেকে দর্শনে সম্মানসহ স্নাতক ডিগ্রি এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পিএইচডি করতে গিয়েছিলেন অস্ট্রেলিয়ায়, কিন্তু প্রবাস জীবন মোটেও পছন্দ হলো না তাঁর। পড়া শেষ না করেই ফিরে এসেছিলেন।
১৯৬০ থেকে ১৯৭৩ সাল পর্যন্ত রাজশাহী সিটি কলেজ, সিরাজগঞ্জ কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ এবং সরকারি ব্রজলাল কলেজে অধ্যাপনা করেছেন তিনি। ১৯৭৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দীর্ঘ ৩১ বছর অধ্যাপনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে। তিনি ২০১৪ সালে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের সভাপতি নির্বাচিত হন।
২০২১ সালের ১৫ নভেম্বর হাসান আজিজুল হক পরপারে পাড়ি জমান। জীবদ্দশায় তিনি পাঠককে উপহার দিয়ে গেছেন গল্প, উপন্যাস, প্রবন্ধ, নাটক, শিশুসাহিত্য, স্মৃতিকথা, আত্মজীবনীমূলক গ্রন্থসহ সম্পাদিত গ্রন্থ। তাঁর পাঠকপ্রিয় গল্পের মধ্যে ‘আত্মজা ও একটি করবীগাছ’-এর নাম না নিলেই নয়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক ও স্বাধীনতা পুরস্কারের মতো অর্জন আছে তাঁর ঝুলিতে।
গদ্যকে সাবলীল করতে সচেতন ছিলেন তিনি। বলেছিলেন, ‘ভাষা হচ্ছে নদীর তীব্র স্রোতের মতো, ভেতর থেকে বদলে যাবে।...এ হচ্ছে জীবনের রসায়ন, যন্ত্রের ফ্যাক্টরি নয়।’ কী ঋণীই না করে গেলেন বাংলা সাহিত্যকে!
আধুনিক আফ্রিকান সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব চিনুয়া আচেবের জন্ম ১৯৩০ সালের ১৬ নভেম্বর নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চল ওগিদিতে। তিনি ইবাদান বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন। লেখাপড়া শেষে নাইজেরিয়ান ব্রডকাস্টিং করপোরেশনে রেডিও প্রযোজক ও এক্সটারনাল ব্রডকাস্টিংয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
৭ ঘণ্টা আগেবারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
১ দিন আগেতিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক—অজিতকুমার গুহর এটাই সবচেয়ে বড় পরিচয়। নিজের জাগতিক উন্নতিকে কখনো বড় করে দেখেননি তিনি। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপহার দেওয়াই ছিল তাঁর ব্রত। তিনি সক্রিয় ছিলেন ঢাকার প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক পরিসরেও। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতির কমতি ছিল না।
৪ দিন আগেআব্দুল করিম খাঁ ছিলেন হিন্দুস্তানি ধ্রুপদি সংগীতের অন্যতম কিংবদন্তি। কিরানা ঘরানারও তিনি কিংবদন্তি ছিলেন। তাঁর সম্পর্কে প্রচলিত—তিনি গান গাওয়ার সময় এমনভাবে ধ্যানমগ্ন হয়ে যেতেন যে, শ্রোতারাও সেই সুরের মায়াজালে আচ্ছন্ন হয়ে পড়তেন।
৫ দিন আগে