সম্পাদকীয়
শচীন দেববর্মন গল্পটা বলেছিলেন এক আড্ডায়। আড্ডা বসেছিল আবীর মুখোপাধ্যায়ের সাউথএন্ড পার্কের বাড়িতে।
শচীনকর্তা হারমোনিয়াম বাজাতে বাজাতে টুকরো টুকরো গল্প বলতেন। যাঁরা শুনতেন, তাঁরা মাঝে মাঝে তা লিখে রাখতেন।
সেবার শচীনকর্তা হারমোনিয়াম বাজাতে বাজাতেই বলছিলেন, শক্তি সামন্ত একটা সিনেমা করবেন। তিনি শচীনকর্তাকে এসে ধরলেন। বললেন, ‘এমন একটা গান তৈরি করেন, যা হবে আবেদনময়; অর্থাৎ সে গানে অ্যাপিল থাকতে হবে।’
আবেদনময় গান! কথাটা শুনেই শচীনকর্তা ফিরে গেলেন বহু আগের একটা সময়ে। তিনি এক ভদ্রলোকের বাড়িতে গিয়ে তাঁকে ডাকছিলেন। ভদ্রলোক ঘর থেকে বের হচ্ছিলেন না। মেজাজ খারাপ হয়ে গেল শচীনকর্তার। অনেকক্ষণ পর সেই ভদ্রলোক ঘর থেকে বের হলে কর্তা তাঁকে লাগালেন বকা। কাঁচুমাচু হয়ে ভদ্রলোক বললেন, ‘কত্তা, মাফ করেন। পোলাডারে বিয়া দিমু আইজকা, তাই কাপড় পরাইতাছিলাম।’
এইটুকু একটা ছেলের বিয়ে! ভদ্রলোক যুক্তি দেন, ‘এখন বিয়ে দেওয়াই ভালো। নইলে আরেকটু বড় হলে বিগড়ে যেতে পারে।’
যখন শচীনকর্তা ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন, তখন ছোট্ট একটা মেয়ে তাঁদের সামনেই খেলছিল। বিয়ের কথা শুনেই মেয়েটা গেয়ে উঠল, ‘কালকে যাব শ্বশুরবাড়ি, আহ্লাদে খাই গড়াগড়ি, দেখব তোরে প্রাণভরে সুন্দরী…’। চট করে গানটার কথা মনে পড়ে গেল শচীনকর্তার। শক্তির সিনেমায় এই সুরে গান হলে তা হয়ে উঠবে আবেদনময়।
কোন গান নিয়ে কথা হচ্ছে? কথা হচ্ছে সেই গান নিয়ে, যেটা তিনি গাইয়েছিলেন কিশোর কুমারকে দিয়ে। তিনি কিশোর কুমারকে বলেছিলেন, ‘গানটা গাওনের সময় জোরে জোরে একটু নিশ্বাস ফালাইতে হইব। তাহলেই তা হয়ে উঠবে আবেদনময়।’ গানটি ছিল, ‘রূপ তেরা মস্তানা...’। এবার সেই ছোট্ট মেয়েটার ‘কালকে যাব শ্বশুরবাড়ি’তে ‘রূপ তেরা মস্তানা’র সুরটা লাগিয়ে দেখুন!
সূত্র: আবীর মুখোপাধ্যায়, সুর খুঁজে বের করতেন শচীনকর্তা, ভারত বিচিত্রা, ডিসেম্বর ২০১৮
শচীন দেববর্মন গল্পটা বলেছিলেন এক আড্ডায়। আড্ডা বসেছিল আবীর মুখোপাধ্যায়ের সাউথএন্ড পার্কের বাড়িতে।
শচীনকর্তা হারমোনিয়াম বাজাতে বাজাতে টুকরো টুকরো গল্প বলতেন। যাঁরা শুনতেন, তাঁরা মাঝে মাঝে তা লিখে রাখতেন।
সেবার শচীনকর্তা হারমোনিয়াম বাজাতে বাজাতেই বলছিলেন, শক্তি সামন্ত একটা সিনেমা করবেন। তিনি শচীনকর্তাকে এসে ধরলেন। বললেন, ‘এমন একটা গান তৈরি করেন, যা হবে আবেদনময়; অর্থাৎ সে গানে অ্যাপিল থাকতে হবে।’
আবেদনময় গান! কথাটা শুনেই শচীনকর্তা ফিরে গেলেন বহু আগের একটা সময়ে। তিনি এক ভদ্রলোকের বাড়িতে গিয়ে তাঁকে ডাকছিলেন। ভদ্রলোক ঘর থেকে বের হচ্ছিলেন না। মেজাজ খারাপ হয়ে গেল শচীনকর্তার। অনেকক্ষণ পর সেই ভদ্রলোক ঘর থেকে বের হলে কর্তা তাঁকে লাগালেন বকা। কাঁচুমাচু হয়ে ভদ্রলোক বললেন, ‘কত্তা, মাফ করেন। পোলাডারে বিয়া দিমু আইজকা, তাই কাপড় পরাইতাছিলাম।’
এইটুকু একটা ছেলের বিয়ে! ভদ্রলোক যুক্তি দেন, ‘এখন বিয়ে দেওয়াই ভালো। নইলে আরেকটু বড় হলে বিগড়ে যেতে পারে।’
যখন শচীনকর্তা ওই ভদ্রলোকের সঙ্গে কথা বলছেন, তখন ছোট্ট একটা মেয়ে তাঁদের সামনেই খেলছিল। বিয়ের কথা শুনেই মেয়েটা গেয়ে উঠল, ‘কালকে যাব শ্বশুরবাড়ি, আহ্লাদে খাই গড়াগড়ি, দেখব তোরে প্রাণভরে সুন্দরী…’। চট করে গানটার কথা মনে পড়ে গেল শচীনকর্তার। শক্তির সিনেমায় এই সুরে গান হলে তা হয়ে উঠবে আবেদনময়।
কোন গান নিয়ে কথা হচ্ছে? কথা হচ্ছে সেই গান নিয়ে, যেটা তিনি গাইয়েছিলেন কিশোর কুমারকে দিয়ে। তিনি কিশোর কুমারকে বলেছিলেন, ‘গানটা গাওনের সময় জোরে জোরে একটু নিশ্বাস ফালাইতে হইব। তাহলেই তা হয়ে উঠবে আবেদনময়।’ গানটি ছিল, ‘রূপ তেরা মস্তানা...’। এবার সেই ছোট্ট মেয়েটার ‘কালকে যাব শ্বশুরবাড়ি’তে ‘রূপ তেরা মস্তানা’র সুরটা লাগিয়ে দেখুন!
সূত্র: আবীর মুখোপাধ্যায়, সুর খুঁজে বের করতেন শচীনকর্তা, ভারত বিচিত্রা, ডিসেম্বর ২০১৮
তারাপদ রায় দুই বাংলার প্রতিষ্ঠিত কবি হলেও তাঁর জন্ম ও শৈশব-কৈশোরের দিনগুলো কেটেছে বাংলাদেশের টাঙ্গাইল শহরে। তিনি ১৯৩৬ সালের ১৭ নভেম্বর টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন টাঙ্গাইল জজকোর্টের আইনজীবী।
১২ ঘণ্টা আগেআধুনিক আফ্রিকান সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব চিনুয়া আচেবের জন্ম ১৯৩০ সালের ১৬ নভেম্বর নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চল ওগিদিতে। তিনি ইবাদান বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন। লেখাপড়া শেষে নাইজেরিয়ান ব্রডকাস্টিং করপোরেশনে রেডিও প্রযোজক ও এক্সটারনাল ব্রডকাস্টিংয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
১ দিন আগেবারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
৩ দিন আগেতিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক—অজিতকুমার গুহর এটাই সবচেয়ে বড় পরিচয়। নিজের জাগতিক উন্নতিকে কখনো বড় করে দেখেননি তিনি। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপহার দেওয়াই ছিল তাঁর ব্রত। তিনি সক্রিয় ছিলেন ঢাকার প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক পরিসরেও। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতির কমতি ছিল না।
৬ দিন আগে