আজকের পত্রিকা ডেস্ক
তাঁর লেখা টম সয়্যার এবং হাকলবেরি ফিনের অ্যাডভেঞ্চারের গল্প পড়লে যে কেউ বুঝতে পারবে, কতটা উঁচুদরের রসিক ছিলেন তিনি।
তাঁর জীবনে এ রকম রসিকতার গল্পের শেষ নেই। সত্যিই মার্ক টোয়েন ছিলেন রসিকতার রাজা।
একবার ইংল্যান্ডে যাওয়ার পর মার্ক টোয়েন লন্ডনের অনতিদূরে গেলেন ঘোড়দৌড় দেখতে। দৌড় দেখে ফেরার পথে রেলস্টেশনে তাঁর দেখা হলো এক বন্ধুর সঙ্গে। বন্ধুটির পকেটে লন্ডনে ফেরার মতো টাকাপয়সা ছিল না। তিনি মার্ক টোয়েনকে অনুরোধ করলেন লন্ডন পর্যন্ত ট্রেনের টিকিট কিনে দিতে।
মার্ক টোয়েন বন্ধুকে বললেন, ‘আমাকে ক্ষমা কর বন্ধু। আমার কাছে দুটি টিকিট কেনার মতো টাকা নেই। কিন্তু ঘাবড়ে যেয়ো না। আমি তোমাকে সাহায্য করব। এখানে দাঁড়াও। আমি ফিরে আসছি। আমি একটা টিকিট কিনব। আমি যে বেঞ্চে বসব, তুমি তার নিচে ঢুকে যাবে। টিকিটচেকার কেন, কেউ তোমাকে দেখতে পাবে না।’
মার্ক টোয়েন কিনলেন দুটো টিকিটই। কিন্তু বন্ধুকে এ নিয়ে কিছুই বললেন না। একটা খালি ওয়াগনে গিয়ে বসে পড়লেন মার্ক টোয়েন। বন্ধু সেঁধিয়ে গেলেন সিটের নিচে। কিছুক্ষণ পর ট্রেন ছাড়ল। টিকিটচেকার ঢুকলেন। মার্ক টোয়েন তার হাতে তুলে দিলেন দুটি টিকিট।
‘আপনি একা যাচ্ছেন, দুটো টিকিট কেন?’
‘অন্য টিকিটটা আমার বন্ধুর। বন্ধুর মাথায় কিছু সমস্যা আছে। ও এখন আমার সিটের নিচে বসে যাচ্ছে। ট্রেনে উঠলে সিটের নিচে কুণ্ডুলী পাকিয়ে বসেই সে যাতায়াত করে!’
সূত্র: লাইভ লিভ
তাঁর লেখা টম সয়্যার এবং হাকলবেরি ফিনের অ্যাডভেঞ্চারের গল্প পড়লে যে কেউ বুঝতে পারবে, কতটা উঁচুদরের রসিক ছিলেন তিনি।
তাঁর জীবনে এ রকম রসিকতার গল্পের শেষ নেই। সত্যিই মার্ক টোয়েন ছিলেন রসিকতার রাজা।
একবার ইংল্যান্ডে যাওয়ার পর মার্ক টোয়েন লন্ডনের অনতিদূরে গেলেন ঘোড়দৌড় দেখতে। দৌড় দেখে ফেরার পথে রেলস্টেশনে তাঁর দেখা হলো এক বন্ধুর সঙ্গে। বন্ধুটির পকেটে লন্ডনে ফেরার মতো টাকাপয়সা ছিল না। তিনি মার্ক টোয়েনকে অনুরোধ করলেন লন্ডন পর্যন্ত ট্রেনের টিকিট কিনে দিতে।
মার্ক টোয়েন বন্ধুকে বললেন, ‘আমাকে ক্ষমা কর বন্ধু। আমার কাছে দুটি টিকিট কেনার মতো টাকা নেই। কিন্তু ঘাবড়ে যেয়ো না। আমি তোমাকে সাহায্য করব। এখানে দাঁড়াও। আমি ফিরে আসছি। আমি একটা টিকিট কিনব। আমি যে বেঞ্চে বসব, তুমি তার নিচে ঢুকে যাবে। টিকিটচেকার কেন, কেউ তোমাকে দেখতে পাবে না।’
মার্ক টোয়েন কিনলেন দুটো টিকিটই। কিন্তু বন্ধুকে এ নিয়ে কিছুই বললেন না। একটা খালি ওয়াগনে গিয়ে বসে পড়লেন মার্ক টোয়েন। বন্ধু সেঁধিয়ে গেলেন সিটের নিচে। কিছুক্ষণ পর ট্রেন ছাড়ল। টিকিটচেকার ঢুকলেন। মার্ক টোয়েন তার হাতে তুলে দিলেন দুটি টিকিট।
‘আপনি একা যাচ্ছেন, দুটো টিকিট কেন?’
‘অন্য টিকিটটা আমার বন্ধুর। বন্ধুর মাথায় কিছু সমস্যা আছে। ও এখন আমার সিটের নিচে বসে যাচ্ছে। ট্রেনে উঠলে সিটের নিচে কুণ্ডুলী পাকিয়ে বসেই সে যাতায়াত করে!’
সূত্র: লাইভ লিভ
জিয়া হায়দারের পুরো নাম শেখ ফয়সাল আব্দুর রউফ মোহাম্মদ জিয়াউদ্দিন হায়দার। কবি হিসেবে পরিচিতি পেলেও তিনি বাংলাদেশের নাট্য আন্দোলনের বড় সারথি ছিলেন।
৩৩ মিনিট আগেতারাপদ রায় দুই বাংলার প্রতিষ্ঠিত কবি হলেও তাঁর জন্ম ও শৈশব-কৈশোরের দিনগুলো কেটেছে বাংলাদেশের টাঙ্গাইল শহরে। তিনি ১৯৩৬ সালের ১৭ নভেম্বর টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন টাঙ্গাইল জজকোর্টের আইনজীবী।
১ দিন আগেআধুনিক আফ্রিকান সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব চিনুয়া আচেবের জন্ম ১৯৩০ সালের ১৬ নভেম্বর নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চল ওগিদিতে। তিনি ইবাদান বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন। লেখাপড়া শেষে নাইজেরিয়ান ব্রডকাস্টিং করপোরেশনে রেডিও প্রযোজক ও এক্সটারনাল ব্রডকাস্টিংয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
২ দিন আগেবারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
৩ দিন আগে