আজকের পত্রিকা ডেস্ক
একসময় শাবানা আজমি আর ফারুখ শেখ ঢাকায় এসেছিলেন ‘তুমহারি অমৃতা’ নাটকটি নিয়ে। জাভেদ সিদ্দিকী তা ইংরেজিতে অনুবাদ করেছিলেন।
শেরাটন আর জাদুঘর মিলনায়তনে হয়েছিল দুটি শো। এক হাজার ও পাঁচ শ টাকা মূল্যের টিকিট নিমেষে শেষ হয়ে গেল। তখন ঢাকার নাটক সরণিতে একটি নাটক দেখা যেত পঞ্চাশ টাকায়। কোনো সন্দেহ নেই, ভিডিওর কল্যাণে শাবানা আজমি তখন অভিজাত সম্প্রদায়ের কাছে স্টার। তাই স্টারের সঙ্গ পেতে তারা ব্যাকুল। এই দর্শকদের বেশির ভাগকেই বেইলি রোড বা নাটক সরণিতে দেখা যায়নি।
সে প্রসঙ্গেই উঠে আসবে পিটার ব্রুকের নাম। ব্রিটেনের সুবিখ্যাত এই নাটকের মানুষটি তখন বাস করছেন প্যারিসে। তাঁর নাটকটি প্যারিসের মিলনায়তনে মঞ্চস্থ হওয়া শুরু করলে দেখা যায় দর্শকই আসছে না। নাটকটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন পিটার ব্রুক একটা কৌশলের আশ্রয় নেন। তিনি পত্রিকায় বিজ্ঞাপন দিলেন, ‘তাঁর নাটক দেখা যাবে বিনা মূল্যে। টিকিট লাগবে না।’
পরদিন উপচে পড়া দর্শকের মুখোমুখি হলেন তাঁরা। যথারীতি হলো অভিনয়। নাটক শেষে বাইরে যাওয়ার দরজা বন্ধ রাখা হলো। মঞ্চে এসে পিটার ব্রুক দর্শকদের উদ্দেশে বললেন, ‘বলুন, আপনাদের মধ্যে টিকিট কেটে নাটক দেখার সংগতি নেই কার কার? তাঁরা হাত তুলুন।’
দেখা গেল, হাজারখানেক দর্শকের মধ্য থেকে ওপরে উঠেছে মাত্র একটি হাত!
খুবই অবাক হয়ে পিটার ব্রুক জানতে চাইলেন, ‘আপনাদের পকেটে টাকা আছে, তারপরও টিকিট কেটে কেন আপনারা নাটক দেখতে আসেননি?’
দর্শকেরা বললেন, ‘এ নাটকের কথা কাগজে ফলাও করে লেখা হয়নি। লেখা হলে ঠিকই আসতাম!’
পিটার ব্রুক তাঁর লেখায় লিখেছেন, ‘প্রচারমাধ্যমের এই হচ্ছে দানবীয় শক্তি। শিল্পকেও দুর্ভিক্ষে পতিত হতে হয় তার কাছে।’ শাবানা আজমির নাটকে দর্শকের উপচে পড়া ভিড়টিও প্রচারমাধ্যমের দানবীয় শক্তির কথা মনে করিয়ে দেয়।
সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ২৮৯
একসময় শাবানা আজমি আর ফারুখ শেখ ঢাকায় এসেছিলেন ‘তুমহারি অমৃতা’ নাটকটি নিয়ে। জাভেদ সিদ্দিকী তা ইংরেজিতে অনুবাদ করেছিলেন।
শেরাটন আর জাদুঘর মিলনায়তনে হয়েছিল দুটি শো। এক হাজার ও পাঁচ শ টাকা মূল্যের টিকিট নিমেষে শেষ হয়ে গেল। তখন ঢাকার নাটক সরণিতে একটি নাটক দেখা যেত পঞ্চাশ টাকায়। কোনো সন্দেহ নেই, ভিডিওর কল্যাণে শাবানা আজমি তখন অভিজাত সম্প্রদায়ের কাছে স্টার। তাই স্টারের সঙ্গ পেতে তারা ব্যাকুল। এই দর্শকদের বেশির ভাগকেই বেইলি রোড বা নাটক সরণিতে দেখা যায়নি।
সে প্রসঙ্গেই উঠে আসবে পিটার ব্রুকের নাম। ব্রিটেনের সুবিখ্যাত এই নাটকের মানুষটি তখন বাস করছেন প্যারিসে। তাঁর নাটকটি প্যারিসের মিলনায়তনে মঞ্চস্থ হওয়া শুরু করলে দেখা যায় দর্শকই আসছে না। নাটকটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। তখন পিটার ব্রুক একটা কৌশলের আশ্রয় নেন। তিনি পত্রিকায় বিজ্ঞাপন দিলেন, ‘তাঁর নাটক দেখা যাবে বিনা মূল্যে। টিকিট লাগবে না।’
পরদিন উপচে পড়া দর্শকের মুখোমুখি হলেন তাঁরা। যথারীতি হলো অভিনয়। নাটক শেষে বাইরে যাওয়ার দরজা বন্ধ রাখা হলো। মঞ্চে এসে পিটার ব্রুক দর্শকদের উদ্দেশে বললেন, ‘বলুন, আপনাদের মধ্যে টিকিট কেটে নাটক দেখার সংগতি নেই কার কার? তাঁরা হাত তুলুন।’
দেখা গেল, হাজারখানেক দর্শকের মধ্য থেকে ওপরে উঠেছে মাত্র একটি হাত!
খুবই অবাক হয়ে পিটার ব্রুক জানতে চাইলেন, ‘আপনাদের পকেটে টাকা আছে, তারপরও টিকিট কেটে কেন আপনারা নাটক দেখতে আসেননি?’
দর্শকেরা বললেন, ‘এ নাটকের কথা কাগজে ফলাও করে লেখা হয়নি। লেখা হলে ঠিকই আসতাম!’
পিটার ব্রুক তাঁর লেখায় লিখেছেন, ‘প্রচারমাধ্যমের এই হচ্ছে দানবীয় শক্তি। শিল্পকেও দুর্ভিক্ষে পতিত হতে হয় তার কাছে।’ শাবানা আজমির নাটকে দর্শকের উপচে পড়া ভিড়টিও প্রচারমাধ্যমের দানবীয় শক্তির কথা মনে করিয়ে দেয়।
সূত্র: সৈয়দ শামসুল হক, হৃৎকলমের টানে, পৃষ্ঠা ২৮৯
তারাপদ রায় দুই বাংলার প্রতিষ্ঠিত কবি হলেও তাঁর জন্ম ও শৈশব-কৈশোরের দিনগুলো কেটেছে বাংলাদেশের টাঙ্গাইল শহরে। তিনি ১৯৩৬ সালের ১৭ নভেম্বর টাঙ্গাইল শহরের পূর্ব আদালতপাড়ায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন টাঙ্গাইল জজকোর্টের আইনজীবী।
২০ ঘণ্টা আগেআধুনিক আফ্রিকান সাহিত্যের পুরোধা ব্যক্তিত্ব চিনুয়া আচেবের জন্ম ১৯৩০ সালের ১৬ নভেম্বর নাইজেরিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চল ওগিদিতে। তিনি ইবাদান বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন। লেখাপড়া শেষে নাইজেরিয়ান ব্রডকাস্টিং করপোরেশনে রেডিও প্রযোজক ও এক্সটারনাল ব্রডকাস্টিংয়ের পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।
২ দিন আগেবারী সিদ্দিকী সংগীতজীবনের প্রথম দিকে বংশীবাদক হিসেবে পরিচিত পেলেও পরবর্তী সময়ে তিনি একজন লোকসংগীতশিল্পী হিসেবে খ্যাতি লাভ করেন।
৩ দিন আগেতিনি ছিলেন একজন আদর্শবান শিক্ষক—অজিতকুমার গুহর এটাই সবচেয়ে বড় পরিচয়। নিজের জাগতিক উন্নতিকে কখনো বড় করে দেখেননি তিনি। শিক্ষার্থীদের আদর্শ জীবন উপহার দেওয়াই ছিল তাঁর ব্রত। তিনি সক্রিয় ছিলেন ঢাকার প্রগতিশীল সাহিত্য-সাংস্কৃতিক পরিসরেও। সুবক্তা হিসেবে তাঁর খ্যাতির কমতি ছিল না।
৬ দিন আগে